ক্রীড়া প্রতিবেদক ॥ রয়োজনীয় শট খেলে আউট হওয়ার রোগ বাংলাদেশের ব্যাটারদের সব সময়ই থাকে। এর মধ্যে একটি শট—রিভার্স সুইপ। শটটি আবার অভিজ্ঞ মুশফিকুর রহিমের বেশ প্রিয়। দলের গুরুত্বপূর্ণ সময়ে এ শট খেলতে গিয়ে অনেকবার উইকেটও দিয়েছেন তিনি। এ জন্য সমালোচনাও হয় অনেক। মুশফিকের সেই প্রিয় শটে এবার আক্ষেপে পুড়েছেন লিটন দাস। গলে পঞ্চম টেস্ট সেঞ্চুরি থেকে ১০ রান দূরে। নেই কোনো তাড়া। সেঞ্চুরিই শুধু তখন গুরুত্বপূর্ণ—এমন সময় রিভার্স সুইপ খেলতে গিয়ে বলি হলেন লিটন। তারিন্দু রত্নায়েকের আউটসাইড লেগে বল, কি বুঝে লিটন সেটা রিভার্স করতে গেলেন, বলটা তাঁর ডান হাতে লেগে লঙ্কান উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসবন্দী হয়। ৯০ রানে আউট হয়ে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে লিটন। দ্বিতীয় দিনের খেলা শেষে, কোচ সালাহ উদ্দীনও দায় দিয়েছেন লিটনের। ‘বাজে’ শট হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ, ‘পুরো ইনিংস সে নিয়ন্ত্রণের সঙ্গে খেলেছে। ঠান্ডা মাথায় খেলেছে। পুরো ইনিংসে ওই একটাই বাজে শট খেলেছে। এটা হতেই পারে ক্রিকেটে। আশা করি এখান থেকে সে শিখবে। লিটন আরও বড় ইনিংস খেলবে। এটা নিয়ে কাজও করছে। আশা করি সে এই ভুল আর করবে না।’৪ উইকেটে ৪৫৮ রান ছিল বাংলাদেশের। অনায়াসে ৬০০ রানে পৌঁছাবে, এমনই মনে হচ্ছিল! কিন্তু আসা-যাওয়ার প্রতিযোগিতায় সেই ধারণা পাল্টে দেন সফরকারী ব্যাটাররা। গলে বৃষ্টির পর শুরু হয় বাংলাদেশের উইকেট বৃষ্টি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান তুলেছে তারা। স্কোর পাঁচ শ হবে কি না, সেই শঙ্কাই তৈরি হয়েছে এখন। শেষ ২৬ রানে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। শ্রীলঙ্কার বোলারদের কৃতিত্ব দেখছেন সালাহ উদ্দীন, আর শিষ্যদের বাজে শটের খেসারত দেওয়ার কথা বললেন, ‘পজিটিভ ওদের (শ্রীলঙ্কার) বোলিং থেকেই নিতে চাই। বিরতির পর তারা বলটা যেভাবে মেনটেইন করেছে ও সুইং করেছে। আগের ৫ সেশনে যেটা আমরা দেখিনি। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি, কাজে লাগাতে পারি। আশা করি আমাদের স্পিনাররা ভালো করার চেষ্টা করবে। আমাদের গতিময় বোলার আছে ওরা যদি বল ভালো মেনটেইন করতে পারে, আশা করি এখান থেকে আমরা ফায়দা নিতে পারব।’ বাজে শট নিয়ে যোগ করেন, ‘বৃষ্টিতে কিছু করার নেই। আমরা কিছু বাজে শট খেলেছি। এ কারণে উইকেট পড়েছে।’
Leave a Reply