কাগজ প্রতিবেদক ॥ দু’পায়ে নেই চলাচলের শক্তি। তারপরও সংসারের ভার কাঁধে তুলে নিয়ে প্রতিনিয়ত জীবন যুদ্ধ করে চলেছেন পঙ্গুত্বের কাছে হার না মানা কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একতারপুর গ্রামের মৃত অভিমান্য অধিকারীর ছেলে প্রতিবন্ধী অমরেশ অধিকারী। শয্যাশায়ী মা, স্ত্রী আর ২ সন্তানের পরিবারে একমাত্র অবলম্বন তিনি। হাটে-ঘাটে ও ধর্মীয় উৎসবে বাদাম-চানাচুর বিক্রি করে তাদের পরিবারের ৫ সদস্যের মুখে খাবার যোগান দেন। উপার্জন না হলে দিন যায় অনাহার-অর্ধাহারে। এত অভাব অনটনের মধ্যেও ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিবন্ধী অমরেশের বৃদ্ধা মা সবিতা রানী, দুই সন্তান ও স্ত্রী পঞ্চমী রানী শর্মাকে নিয়ে বাবার ভিটার পুরাতন ঘরে বসবাস করছেন। ঘরটিও জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতে ঘরের চালা দিয়ে পানি পড়ে। নিজের মা সন্তান ও স্ত্রীকে নিয়ে অনেক রাত তাদের বসে কাটাতে হয়। অমরেশের নিজের চলাচল করেন পুরাতন লক্কর ঝক্কর চাকাওয়ালা হুইল চেয়ারে। সেটিও অতিশয় পুরাতন। গাড়িটি খারাপ থাকায় ঠিকমত হাট-ঘাটে যেতে পারছে না। তবুও সংসারের সবার খাবারের যোগান দিতে তাকে জলকাঁদা মাড়িয়ে ওই গাড়ি ঠেলে চলাচল করতে হচ্ছে প্রতিনিয়ত। শারীরিক প্রতিবন্ধকতা তাকে কাবু করতে পারেনি। এখনও নিয়মিত সংসারের কাজ সামলানো দেখাশুনা করেন শয্যাশায়ী মায়ের । আর হাটে-ঘাটে ও ধর্মীয় অনুষ্ঠানে বাদাম-চানাচুর বিক্রি করে যা সামান্য আয় হয় তা দিয়েই কোনমতে দিন পার করছেন। ৬ বছর আগে তার বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পরে তার কাঁধে। সংসারের চাহিদা মেটাতে পঙ্গুত্বের অভিশাপ নিয়ে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পরে বাদাম-চানাচুর বিক্রির পেশাকে বেছে নেন তিনি। অমরেশের মা সবিতা রাণী জানান, অভাবের সংসারে অমরেশের চিকিৎসা করাতে কলকাতা পর্যন্ত গিয়েছেন। সেখানে চিকিৎসা দিয়ে মাজা থেকে হাত পর্যন্ত উন্নতি হয়েছিলো। পরে আর টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। প্রতিবন্ধী অমরেশের অধিকারীর দাবি, একটা হুইল চেয়ার। আর বাবার তৈরি ঘরের চালা দিয়ে পানি পড়ে। একটা ঘরের ইচ্ছা রয়েছে তার। যেখানে অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন প্রতিবন্ধী অমরেশকে হুইল চেয়ারসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply