মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের ক্যানেলে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ মিথ্যা দাবি করে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় আমলা ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাসিম রেজা মুকুল। গতকাল সোমবার দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন। লিখিত বক্তব্যে জামায়াত নেতা নাসিম রেজা মুকুল বলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া জিকে ক্যানেলের উপর সামাজিক বনায়নের আওতায় বন বিভাগের কিছু গাছ রয়েছে। সম্প্রতি জিকে ক্যানেল খননের কারণে কয়েকটি গাছ ক্যানেলের মধ্যে হেলে যায়, ভেঙ্গে যায় ও উপড়ে যায়। এ গাছগুলো যাতে বিনষ্ট না হয়ে যায় সে কারণে মিরপুর উপজেলা বন কর্মকর্তা গাছগুলি গ্রামবাসীর হেফাজতে দিয়ে যান। এ সময় গ্রামের স্থানীয় ৭টি সমাজের প্রধান, শিক্ষক, রাজনৈতিক নেতা, সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিষয়টির সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবী জানান।
Leave a Reply