দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার হয়েছে। গতকাল সোমবার (১৬ জুন) ভোরে উপজেলার সোনাইকুন্ডি গ্রামে অভিয়ান চালিয়ে বিপুল পরিমান এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাই মিন্টু চৌধুরীর বাড়ির আঙিনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুকের ১টি বাট ও ১টি পাইপ, ৪০টি গুলির ঠোশ, ৬টি ফালা (বল্লভ), ৬টি রামদা, ১টি চাকু ও ১টি বন্দুকের পাইপ পরিষ্কার করার ব্রাশ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া এসব অস্ত্র দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ডিউটি অফিসার এস আই পলাশ বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অবৈধ দেশীয় অস্ত্র ও আগ্নেয় অস্ত্রের বিচ্ছিন্ন অংশ দৌলতপুর থানায় জব্দ আছে। পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply