এনএনবি : আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দেজ ডি ক্রিস্টিনা কির্চনার শুক্রবার বলেছেন, দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদ- ভোগ করতে তিনি আগামী সপ্তাহে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন। তাকে গৃহবন্দি অবস্থায় এই সাজা ভোগ করার রায় দেওয়া হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ৭২ বছর বয়সি কির্চনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেছেন, তিনি বুধবার (১৮ জুন) বুয়েনস আইরেসের কোর্ট অব প্যালেসে (প্যালাসিও ডি ট্রাইব্যুনাল নামেও পরিচিত) হাজির হয়ে তার কারাদ- ভোগ করা শুরু করবেন।
ওই দিনই কর্তৃপক্ষের কাছে তার আত্মসমর্পণের শেষ দিন।
২০০৭-২০১৫ মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে জালিয়াতির দায়ে দেওয়া সাজার বিরুদ্ধে কির্চনারের করা আপিল দেশটির সুপ্রিম কোর্ট এ সপ্তাহে খারিজ করে দিয়েছে। আত্মসমর্পণের জন্য তাকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
রায়ে কির্চনারকে ছয় বছরের কারাদ-ের পাশাপাশি সরকারি পদে আজীবন নিষেধাজ্ঞা নিশ্চিত করা হয়েছে।
উদারপন্থি প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির খরচ কমানোর এজেন্ডার অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা কির্চনারকে বুয়েনস আইরেসে তার নিজ বাড়িতে সাজা ভোগ করতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আর্জেন্টিনায় ৭০ বছরের বেশি বয়সিদের জন্য এ ব্যবস্থা চালু রয়েছে।
গত দুই দশক ধরে আর্জেন্টিনার রাজনীতিতে প্রভাবশালী এই বামপন্থির সমর্থকরা তার দোষী সাব্যস্ত হওয়ার তীব্র সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন, রাষ্ট্রপক্ষ ও বিচার বিভাগ তার ডানপন্থি রাজনৈতিক শত্রুদের প্রতি সহানুভূতিশীল।
কিন্তু কিছু আর্জেন্টাইন বামপন্থি জনপ্রিয় পেরোনিস্ট আন্দোলনের এ নেতার জন্য শাস্তি হিসেবে যা দেখছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
Leave a Reply