1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:42 pm

তিন হাজার হলে মুক্তি পাচ্ছে আমির খানের সিনেমা

  • প্রকাশিত সময় Sunday, June 15, 2025
  • 48 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে চলচ্চিত্র মহলে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক হলে মুক্তির পরিকল্পনা থাকলেও চলচ্চিত্র প্রদর্শকদের ব্যাপক চাহিদার কারণে সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে ৩০০০ থেকে ৩৫০০ পর্দায়।
প্রথমে সিনেমাটি ১০০০-১৫০০ স্ক্রিনে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। এরপর সিঙ্গেল স্ক্রিন ও ছোট মাল্টিপ্লেক্স মালিকরা নিজেরাই আমির খানের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। আমির খানের নাম ও সিনেমার শক্তিশালী কনটেন্ট বড় পর্দায় দর্শক টানবে বলেই তাদের দৃঢ় বিশ্বাস। হল মালিকদের চাপেই সিদ্ধান্ত বদলেছেন আমির।
একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘আমির খান ও তার ডিস্ট্রিবিউশন টিম শুরুতে একটু সাবধানী থাকলেও এখন পূর্ণ আকারে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা দেখেছেন, সিনেমাটি নিয়ে হল মালিকদের আগ্রহ ও সমর্থন যথেষ্ট।’
আধুনিক ট্রেন্ডের বিপরীতে গিয়ে আমির খান এবার ‘সিতারে জমিন পার’ শুধুমাত্র প্রেক্ষাগৃহেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সিনেমার ডিজিটাল স্ট্রিমিং রাইটস কোনো ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেননি। অথচ এর জন্য বহু ওটিটি থেকে মোটা অঙ্কের প্রস্তাবও এসেছিল।
মূলত এই সিদ্ধান্তেই আপত্তি ছিল সনি পিকচার্সের। ফলে আমির খান ব্যক্তিগতভাবে ৩০ কোটি টাকা খরচ করে সিনেমাটির সম্পূর্ণ মালিকানা কিনে নেন। সূত্র জানায়, ‘এই পদক্ষেপ খুব সাহসী। কারণ শুধু নিজের স্বাধীন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই আমির ৩০ কোটি টাকা খরচ করেছেন।’
‘সিতারে জমিন পার’ মুক্তি পাচ্ছে ২০ জুন। অগ্রিম টিকিট বুকিং শুরু হবে মঙ্গলবার থেকে। সিনেমার মূল্য নির্ধারণ রাখা হবে সাধ্যের মধ্যে যেন সব শ্রেণির দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন।
এই সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। পরিচালনায় আছেন আরএস প্রসন্না।
ওটিটির যুগে দাঁড়িয়ে শুধুমাত্র বড় পর্দায় সিনেমা মুক্তির সাহসী সিদ্ধান্ত আমির খান ফের প্রমাণ করলেন যে তিনি এখনও বলিউডের অন্যতম চিন্তাশীল ও প্রভাবশালী নির্মাতা। এখন দেখার পালা, দর্শক কীভাবে গ্রহণ করেন ‘সিতারে জমিন পার’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640