1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 10:29 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

আশা করব ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন: ফজলুর

  • প্রকাশিত সময় Thursday, June 12, 2025
  • 114 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ ইটনায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
ইটনায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করব, ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন আমাদের নেতার সঙ্গে। আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো ক্ষমতা তাঁর আছে। তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, ইউনূস সাহেব।’
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ২০১৪ সালে এমপি ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ২০১৮ সালে শেখ হাসিনা তাঁর বাপের নামে শপথ করে বলেছে, ফেয়ার ইলেকশন দেব। কিন্তু ইলেকশনের দিন দেখা গেল, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাইতের এমপি বানাইল। আর ২০২৪ সালে আমি আর ডামির ইলেকশন হলো।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।’
ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, সহসভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মহসীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640