মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও প্রক্রিয়জাত করার লক্ষ্যে উপজেলার ১৫ টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে ৭৫০০ কেজি লবণ বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লবণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিজ হাতে মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রধানদের মাঝে বিভিন্ন পরিমাণে লবণ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ। প্রতিটি মাদ্রাসা ও এতিমখানাকে তাদের প্রয়োজন অনুযায়ী লবণ বরাদ্দ দেওয়া হয়। সরকারি এই সহায়তায় ঈদুল আজহার সময় চামড়া সংরক্ষণের ক্ষেত্রে অনাকাঙ্খিত সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাজমুল ইসলাম বলেন,‘পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই এই লবণ বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।’
Leave a Reply