কাগজ প্রতিবেদক ॥ বরেন্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনোয়ারুল করীমের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ বাদ আছর মরহুমের কুষ্টিয়া শহরের কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের জুগিয়া এলাকার বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর কন্যা বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ সুলতানা আফরোজ মরহুমের শুভাকাংখী সাবেক সহকর্মী ও সৃহৃদদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য গত শনিবার দুপুর ১২টায় ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ডঃ আনোয়ারুল করিম ইন্তেকাল করেছেন। ঐ দিন রাতে কুষ্টিয়া পৌরগোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।
Leave a Reply