কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন ও মুক্তমঞ্চ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন। রোববার দুপুরে পরিদর্শন শেষে তিনি ঠিকাদার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রশিদ চৌধুরী,যুগ্ম সম্পাদক সরকার রফিকুল ইসলাম শাহীন, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ায় দেশের অন্যতম বৃহৎ এই মিলনায়তন ভবন এবং সংলগ্ন মুক্ত মঞ্চ শিগগিরই উদ্বোধন করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply