এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সব অবশিষ্ট চুক্তি বাতিলের পরিকল্পনা করেছে। ফেডারেল সংস্থাগুলোকে মঙ্গলবার পাঠানো এক সরকারি চিঠিতে একথা জানানো হয়েছে।
মার্কিন জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) থেকে পাঠানো এই চিঠিতে সব ফেডারেল সংস্থাকে হার্ভার্ডের সঙ্গে থাকা চুক্তিগুলো পর্যালোচনা করা, বাতিল করা বা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব চুক্তির মোট মূল্য প্রায় ১০ কোটি ডলার বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
এর আগে হার্ভার্ড তাদের নীতি আমূল পরিবর্তন করার ট্রাম্প প্রশাসনের দাবি মেনে নেয়নি। এর জেরে বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ সরকারি তহবিল বাতিল করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার অবশিষ্ট সব সরকারি চুক্তিও বাতিল করার পথে হাঁটছে তার প্রশাসন।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ও সম্পদশালী বিশ্ববিদ্যালয়টির আর্থিক ভিত্তি ও আন্তর্জাতিক অবস্থান দুর্বল করার ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক চেষ্টার সর্বশেষ উদাহরণ।
সরকারি দাবির বিপক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই চাপের মুখে পড়েছে হার্ভার্ড। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রায় ৩০০ কোটি ডলারের গবেষণা অনুদান বাতিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি স্থগিতের ঘোষণাও দিয়েছে সরকার।
এসব শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার ৮০০, যা হার্ভার্ডের মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ। তবে গত সপ্তাহে শুক্রবার বোস্টনের এক ফেডারেল বিচারক এই পদক্ষেপ সাময়িকভাবে আটকে দেন।
মঙ্গলবার একটি সংক্ষিপ্ত শুনানিতে বিচার বিভাগের এক আইনজীবী জানান, আদালতের নির্দেশনা মেনে চলছে প্রশাসন এবং পরবর্তী পদক্ষেপ ভাবা হচ্ছে।
তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিদেশে থাকা কূটনৈতিক মিশনগুলোকে নতুন করে শিক্ষার্থী ও বিনিময় ভিসার আবেদন নেওয়া স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার হার্ভার্ড ক্যাম্পাসে কয়েকশ শিক্ষার্থী ও শিক্ষক আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে এবং সরকারি তহবিল কর্তন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন।
হার্ভার্ডের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গারবারের ভাষণের পর জ্যাকব মিলার নামে এক শিক্ষার্থী মঞ্চে উঠে বলেন, “বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্তের সঙ্গে ইহুদিবিদ্বেষ মোকাবেলার কোনও সম্পর্ক নেই।”
ইহুদি বিদ্বেষের অভিযোগে সম্প্রতি ব্যাপকহারে বিদেশী শিক্ষার্থীদের ওপর খড়গহস্ত হয়েছে ট্রাম্প প্রশাসন।
শিক্ষার্থী জ্যাকব মিলার নিজেও একজন ইহুদি। তিনি বলেন, “ইহুদি ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যখন পরিচয়ের ভিত্তিতে কাউকে বিদ্যালয় থেকে তাড়ানো হয়, সেটি নৈতিকভাবে দেউলিয়াত্বের লক্ষণ।”
আয়োজকদের আরেকজন, রে ট্রেইনার বলেন, “অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী বিক্ষোভে আসতে পারেনি, কারণ তাদের ফেরত পাঠানোর ভয় রয়েছে।”
মার্কিন জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)-এর চিঠিতে অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্ট ২০২৩ সালে উচ্চশিক্ষায় বর্ণভিত্তিক ভর্তি নীতি বাতিল করার পরও হার্ভার্ড বৈষম্যমূলক ভর্তি পদ্ধতি চালিয়ে যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, ক্যামব্রিজে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া বজায় রেখেছে এবং ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
জিএসএর ফেডারেল অ্যাকুইজিশন সার্ভিস কমিশনার জশ গ্রুয়েনবাউম স্বাক্ষরিত ওই চিঠি মঙ্গলবার সকালে সব ফেডারেল সংস্থায় পাঠানো হয় বলে জানিয়েছেন প্রশাসনের এক কর্মকর্তা।
এতে ৬ জুনের মধ্যে বাতিল করা চুক্তিগুলোর তালিকা জমা দেওয়ার নির্দেশ রয়েছে এবং বলা হয়েছে, জরুরি সেবা চুক্তিগুলো অন্য সরবরাহকারীর কাছে হস্তান্তর করা হবে।
হার্ভার্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন। কারণ, এতে বিশ্ববিদ্যালয়ের কর্মী, পাঠ্যক্রম ও ভর্তির বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে।
এনপিআর-কে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভার্ড এর প্রেসিডেন্ট গারবার বলেন, “ক্যাম্পাসে কিছু সমস্যা অবশ্যই রয়েছে, কিন্তু গবেষণা অনুদান বন্ধের সিদ্ধান্ত বোধগম্য নয়।”
তিনি বলেন, “এই দেশ যেদিন থেকে প্রতিষ্ঠিত, সেদিন থেকেই হার্ভার্ড মনে করে, তার দায়িত্ব জাতির সেবা করা।”
Leave a Reply