1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:42 pm

গাজায় ইসরায়েলের হামলার সমালোচনায় ইউরোপীয় ইউনিয়ন

  • প্রকাশিত সময় Thursday, May 29, 2025
  • 84 বার পড়া হয়েছে

এনএনবি : গাজায় ইসরায়েলের বেপরোয়া অভিযানে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় এর সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস।
তিনি বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়তে যা প্রয়োজন, তার চেয়েও বেশি মাত্রায় গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত নতুন মানবিক ত্রাণ বিতরণ ব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন কাল্লাস।
তিনি বলেন, “মানবিক ত্রাণ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণকে আমরা সমর্থন করি না। মানবিক সহায়তাকে কখনওই অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না।”
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে পুনরায় যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৯২৪ জন নিহত হয়েছে।
আর গত কয়েকদিনের ইসরায়েলি হামলাতেও বেশ কিছু সংখ্যক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। গাজার খান ইউনিসে গত শুক্রবারের হামলায় এক ফিলিস্তিনি চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়।
তাছাড়া, উত্তর গাজায় একটি স্কুলে আশ্রয় নেওয়া অন্তত ৩৫ জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছে গত সোমবার। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনেকেই ইসরায়েলের তীব্র নিন্দা-সমালোচনায় সরব হয়েছে।
ইইউ-ভুক্ত দেশ জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, “অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লক্ষ্য কি তা আর বোধগম্য হচ্ছে না। বেসামরিক মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে.. তা হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হিসেবে আর ন্যায়সঙ্গত নয়।”
জার্মান চ্যান্সেলরের এই সমালোচনার পরই ইসরায়েলের হামলা নিয়ে সরব হলেন ইইউ-এর শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস।
ইইউ দীর্ঘদিন ধরেই গাজায় মানবিক ত্রাণ সহায়তার অন্যতম প্রধান দাতা হলেও বেশিরভাগ সাহায্যই গন্তব্যে পৌঁছতে পারছে না বলে অভিযোগ করেছেন কাল্লাস।
ইসরায়েল গত মার্চ থেকেই গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে এবং ১১ সপ্তাহ পর সামান্য কিছু ত্রাণ সেখানে ঢুকতে দিতে শুরু করেছে।
কাল্লাস বলেন, “সাহায্যের বেশিরভাগ ইউরোপ থেকে আসলেও তা ইসরায়েলের অবরোধের কারণে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাদের কষ্ট এখন অসহনীয়।”
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও এরই মধ্যে গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে ‘ন্যাক্কারজনক’ ও ‘বাড়াবাড়ি’ আখ্যা দিয়েছেন।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা প্রথমবারের মতো একযোগে গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের দাবি জানানোর পর উরসুলা এই সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640