1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:42 pm

চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

  • প্রকাশিত সময় Wednesday, May 28, 2025
  • 65 বার পড়া হয়েছে

এনএনবি : চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আকাশে ধূসর ও কমলা ধোঁয়ার বিশাল কু-লি ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এত তীব্র ছিল যে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে যায়।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের একটু আগে গাওমি শহরের ‘শানডং ইয়োডাও কেমিক্যাল’-এর একটি ওয়ার্কশপে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি।
ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর জানানো হয়নি।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কমলা ও ধূসর ধোঁয়ার বিশাল কু-লি আকাশ ঢেকে ফেলেছে। আশপাশের কিছু একতলা ভবনের জানালার কাচ ভেঙে গেছে।
স্থানীয় দমকল বিভাগ দ্রুতই ঘটনাস্থলে ৫৫টি গাড়ি ও ২৩২ জন কর্মী পাঠিয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ও একটি বিশেষ প্রতিনিধি দল এবং অতিরিক্ত উদ্ধারকর্মী পাঠিয়েছে বলে জানিয়েছে।
বিস্ফোরণস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি হোটেলের কর্মী সিএনএন-কে জানান, “দুপুরের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, তবে শব্দটি খুব অল্প সময়ের জন্য ছিল।”
আরও এক কারখানা শ্রমিক, যিনি বিস্ফোরণস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ছিলেন, জানান, তিনি “একটি জোরালো শব্দ শোনেন ও ঝাঁকুনি” অনুভব করেন।
“তীব্র বায়ুপ্রবাহ এতটাই ভয় ধরিয়ে দিয়েছিল যে অফিস ছেড়ে বের হওয়ার সাহস পাইনি,” বলেন মেং নামের ওই কর্মী।
তিনি বলেন, “আমাদের কারখানার দরজা-জানালা ভেঙে গেছে, ফলে জানালার ফাঁক দিয়ে হঠাৎ হাওয়া ঢুকে পড়ে। আমি যদি জানালার কাছাকাছি থাকতাম, হয়তো দেয়ালে আছড়ে পড়তাম।”
সিএনএন জানিয়েছে, বিস্ফোরণটি ঘটে শানডং ইয়োডাও কেমিক্যাল কারখানায়, যা হিমাইল গ্রুপের মালিকানাধীন। একই গ্রুপের মালিকানায় থাকা তালিকাভুক্ত কোম্পানি হিমাইল মেকানিক্যাল-এর শেয়ারের দাম মঙ্গলবার বিকেলে প্রায় ৪ শতাংশ কমে গেছে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটিতে ৩০০-র বেশি কর্মী কাজ করেন। প্রতিষ্ঠানটি কীটনাশক, ওষুধ ও রাসায়নিক উপাদান উৎপাদন ও বিক্রি করে।
এর আগে, ২০১৫ সালে দেশটির তিয়ানজিন শহরের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিল। সেই ঘটনার পর থেকে চীনের রাসায়নিক শিল্পে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640