কুমারখালী প্রতিনিধি ॥ স্বাস্থ্যবিধি মেনে কুমারখালী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। দীর্ঘদিন (দেড় বছর) পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ পেয়ে চরম আনন্দিত সর্বস্তরের শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের আগমন উপলক্ষে বিদ্যালয়ের প্রবেশ মুখেই থার্মাল স্ক্যানার মেশিনের সাহায্যে তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের হাতে নতুন কলম ও মাক্স তুলে দিয়ে স্বাগত জানান শিক্ষকেরা। এর আগে কয়েকদিন যাবৎ বিদ্যালয় আঙিনাসহ শ্রেণীকক্ষ পরিস্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ শেষ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আজ রবিবার সকালে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখাগেছে, বিদ্যালয়ের প্রবেশমুখে চরম উচ্ছশিত শিক্ষার্থীদের ভীড়। এ সময় আলাপকালে, কুমারখালী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী লাবনী, ্ঋতু, রুপা, নুপুর ও সুলতান জানান, বছরের মাঝামাঝি এসে সবকিছু যেন নতুন করে শুরু হলো। তাই অনুভুতি প্রকাশের ভাষা নেই। তবে তারা বলেছেন, করোনা পরিস্থিতির কারণে তাদেরকে শিক্ষা জীবনে বাধাগ্রস্থ হতে হয়েছে। যা আজীবন মনে থাকবে। তবে দীর্ঘদিন পরে হলেও শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষক সহ বন্ধুদের দেখা পেয়ে খুবই ভালো লাগছে তাদের। কুমারখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কুমার জানান, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের ভিতরে ও শ্রেণীকক্ষে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রবেশ মুখে প্রত্যেক শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা পরিমাপ করে তাদেরকে একটি কলম ও মাক্স দিয়ে প্রবেশ করানো হচ্ছে। আর শ্রেণী কক্ষেও স্বাস্থ্যবিধি মেনেই চলবে পাঠদান কার্যক্রম। অন্যদিকে, কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা, মিতু ও অহনা বলেন, সত্যিই বদ্ধ হয়ে ছিলাম। থমকে গিয়েছিল শিক্ষা জীবন। আর আজ প্রিয় প্রতিষ্ঠানে এসে শ্রেণীকক্ষে বন্ধুদের সাথে ক্লাস করতে পেরে খুবই আনন্দিত আমরা। কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাধুর্য আচার্য্য, ¯িœগ্ধা দাস, জয়িতা কর ও বৈশাখী জানিয়েছে, যেদিন গণমাধ্যমে প্রচার হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তখন থেকেই ভালো লাগা শুরু হয়েছে। আর আজ যেন আনন্দের বন্যা বইছে। বলে বোঝাতে পারছি না। এদিকে, দুর্গাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সামিউল বিশ্বাস, সাবিত রায়হান ও সোয়াত বিশ্বাস জানায়, এতোদিন বাড়িয়ে ভালো সময় কাটতো না। খুবই খারাপ লাগতো। কিন্তু আজ স্কুলে আসতে পেরে খুবই ভালো লাগছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ বলেছেন, দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার যথাযথ নির্দেশনা প্রতিষ্ঠান প্রধানদের আগেই জানানো হয়েছে। তা সত্ত্বেও পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম চলছে কি-না, তা স-শরীরে বিদ্যালয়ে গিয়ে তদারকি করা হচ্ছে।
Leave a Reply