1. nannunews7@gmail.com : admin :
May 29, 2025, 9:04 am

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় Monday, May 26, 2025
  • 81 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার আয়োজনে, জেলা প্রশাসন, কুষ্টিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুষ্টিয়ার সহযোগিতায় গতকাল কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রত্যয়ে ১৭৮তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী প্রধান অতিথি এবং দুদকের কমিশনার (তদন্ত) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া। বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল ইসলাম রওশনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের ঝিনাইদহ জেলার উপপরিচালক তরুণ কান্তি ঘোষ। অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রি অফিস, কুষ্টিয়া পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, গৃহায়ণ কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কার্যালয়, পাসপোর্ট অফিস, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বিএডিসি অফিস, বিআরটিএ অফিস, এলজিইডি, ভোক্তা অধিকার, নির্বাচন অফিস, সমাজসেবা কার্যালয়, পল্লী বিদ্যুৎ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাণী সম্পদ অধিদপ্তর, পুলিশ সুপার কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা একাউন্টস অফিস, বাংলাদেশ রেলওয়ে, ভূমি অফিস, কুষ্টিয়া সরকারি কলেজের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে কুষ্টিয়া জেলার প্রায় সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ অভিযোগের বিষয়ে তাদের জবাব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, যা সুনীতি নয়, তাই দুর্নীতি। বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ আগামী বছর কুষ্টিয়া জেলাকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার আহবান জানান। এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল, উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, উপসহকারী পরিচালক মোঃ সায়েদুর রহমান, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, কাজী এমদাদুল বাশার রিপন, মোঃ ওবাইদুর রহমান, শেখ জায়েদুল হক মতিন, নীলিমা আক্তার, পারভীন আক্তার মিলি, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640