কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন বিবিসিএফ এর যৌথ অভিযানে খাঁচাবন্দি ৩টি দেশি ঘুঘু উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক বা জরিমানা করা হয়নি। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পোড়াদহ বাজার সংলগ্ন বটতলা এলাকায় পাখি ব্যবসায়ী ” কাউছার ভাই ” এর বাড়িতে দ্বিতীয় দফায় এই অভিযান পরিচালনা করা হয়। এদিকে ২৫ মে (রবিবার) রাতে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, শাহাব উদ্দিন মিলন ও নাব্বির আল নাফিজ আনুষ্ঠানিক ভাবে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ সাদিক ও অসীম মল্লিকের হাতে কাউছার ভাই এর বাড়ি থেকে উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ৬টি টিয়া ও ৩ টি ময়না মোট ৯টি পাখি হস্তান্তর করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে সদর উপজেলার পোড়াদহ বাজার সংলগ্ন বটতলা এলাকায় পাখি ব্যবসায়ী ” কাউছার ভাই ” এর বাড়িতে এই অভিযান পরিচালনা করে ৩ টি ঘুঘু, পাখির ফাঁদ এবং খাঁচা উদ্ধার করে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। জানা যায়, পোড়াদহ অঞ্চলের বিশিষ্ট পাখি ব্যবসায়ী “কাউছার ভাই” নামের এক পাখি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশি পাখি বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল শনিবার দুপুরে পোড়াদহ বটতলা এলাকায় পাখি ব্যবসায়ী কাউসারের বাড়ি এবং তার আশপাশের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে টিয়া, ময়না শালিকসহ মোট ১৪টি পাখি উদ্ধার করে বন বিভাগ ও বিবিসিএফ এর সদস্যরা।
Leave a Reply