এনএনবি : নতুন একটি যুদ্ধজাহাজ পানিতে ভাসানোর সময় ‘গুরুতর দুর্ঘটনায়’ পড়ার ঘটনায় তিন শিপইয়ার্ড কর্মকর্তাকে আটক করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
দুর্ঘটনায় ৫ হাজার টনের ডেস্ট্রয়ারটির তলার কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে নৌজাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জাহাজটি উদ্বোধনের এ আয়োজনে উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার জন্য জাহাজটি নকশার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, “এই ঘটনা মুহূর্তের মধ্যে আমাদের জাতীয় মর্যাদা ও অহংকারকে ব্যাপকভাবে ক্ষুন্ন করেছে।”
তিনি এ ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ আখ্যা দেন। উত্তর কোরিয়ার বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, যুদ্ধজাহাজটি যেখানে তৈরি করা হয়েছিল, সেই চোংজিন শিপইয়ার্ড- এর প্রধান প্রকৌশলী, প্রধান নির্মাণ কর্মকর্তা এবং প্রশাসনিক ব্যবস্থ্পাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে এই তিন কর্মকর্তা দুর্ঘটনার জন্য দায়ী। এর আগে শুক্রবার বার্তাসংস্থাটি জানিয়েছিল, শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হো কে তলব করেছে আইন প্রয়োগকারী সংস্থা।
দুর্ঘটনার জন্য কিম ‘চরম অবহেলা, দায়িত্বহীনতা এবং অবৈজ্ঞানিক কাজের পদ্ধতিকে’ দায়ী করেছিলেন। তার কথায়, জড়িতদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুলের’ বিষয়টি আগামী মাসে দলের প্লেনারি বৈঠকে উত্থাপিত হবে, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা কি সাজা পাবেন তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে কর্তৃত্ববাদী শাসনের দেশ উত্তর কোরিয়ার মানবাধিকার রেকর্ড শোচনীয়।
Leave a Reply