কাগজ প্রতিবেদক ॥ ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারী সম্পদ আত্মসাৎ. অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের বিষয়ে কুষ্টিয়া জেলায় সচেতন নাগরিকদের কাছ থেকে গণশুণানী করা হবে আজ। দুদক কুষ্টিয়া কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ গণশুণানীতে সচেতন সকল নাগরিকদের উপস্থিত হওয়ার জন্য আহবান করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সঞ্চালনায় গণশুণাণীতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজী, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ ও কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কুষ্টিয়া দুদক কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী
Leave a Reply