1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:31 pm

আইপিএলের শেষটা রাঙালেন মুস্তাফিজ

  • প্রকাশিত সময় Sunday, May 25, 2025
  • 73 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ দারুণ বোলিং নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শেষ করলেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের চলতি আসরের লিগ পর্বে দিল্লি ক্যাপিটালসের ১৪তম ও শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন ফিজ। তার বোলিং নৈপুন্যে গতরাতে পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল শেষ করল দিল্লি।

জয়পুরে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় দিল্লি। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই উইকেটের দেখা পান মুস্তাফিজ। পাঞ্জাব ওপেনার প্রিয়ান্সা আয়রাকে ৬ রানে আউট করেন ফিজ।

এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের হাফ-সেঞ্চুরিতে রানের চাকা সচল রাখে পাঞ্জাব। ১৬তম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে দ্বিতীয় উইকেটের দেখা পান মুস্তাফিজ। ওভারের পঞ্চম বলে শশাঙ্ক সিংকে ১১ রানে থামান ফিজ।

৫টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৫৩ রান করে আইয়ার ফিরলে দিল্লির বোলারদের উপর চড়াও হন মার্কাস স্টয়িনিস। তার ১৬ বলে ৪৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব। স্টয়িনিসের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা ছিল।

ইনিংসের শেষ ওভারে মার্কো জানসেনকে খালি হাতে বিদায় দেন মুস্তাফিজ। ফলে ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন তিনি। এবারের আসরে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ফিজ। আগের দুই ম্যাচে ১ উইকেট শিকার করেন তিনি।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানকে টপকে আইপিএলে এখন সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। আইপিএলে মুস্তাফিজ ৬৫টি এবং সাকিবের আছে ৬৩ উইকেট।

২০৭ রানের টার্গেটে খেলতে নেমে উপরের সারির ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের উপর ভর করে ১৫ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান তুলে দিল্লি। পঞ্চম উইকেটে ২৭ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিল্লির জয় নিশ্চিত করেন সামির রিজভি ও ট্রিস্টান স্টাবস। ৩ চার ও ৫ ছক্কায় ২৫ বলে অপরাজিত ৫৮ রান করে ম্যাচ সেরা হন রিজভি।
এছাড়া টপ অর্ডারে করুন নায়ার ২৭ বলে ৪৪ এবং লোকেশ রাহুল ২১ বলে ৩৫ রান করেন।

এই জয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে আইপিএল শেষ করল দিল্লি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আগেই প্লে-অফ নিশ্চিত করা পাঞ্জাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640