কাগজ প্রতিবেদক ॥ প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্কার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে। সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওঃ শামসুল হক, মাওঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল লতিফ খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যান্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবি করছি। সমাবেশে ৫ মে শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবি জানানো হয় । আরো বক্তব্য রাখেন মাওঃ আফজল হুসাইন সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা, মাওঃ আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, অর্থ সম্পাদক মাওঃ মোমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক, মাওঃ আব্দুর রউফ, সহ-সভাপতি মাওঃ শামসুল হক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হুসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সদস্য, কুষ্টিয়া মাওঃ আবু দাউদ, উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখা, মাওঃ সাইদুল ইসলাম, সদস্য, মাওঃ ইবরাহিম হুসাইন কাসেমী, মুফতি আলমগীর হুসাইন, সদস্য প্রমুখ।
Leave a Reply