কাগজ প্রতিবেদক ॥ সারা দেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়াতে ২০২০ সালের ১৮ই মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্ধ ঘোষনা করা হয়। প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাতে চাহিদা কমে আসে শিক্ষা উপকরনসহ শিক্ষার্থীরা ব্যবহার করে এমন জুতা পোশাকেও। করোনা সংক্রমন কিছুটা কমে আসাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাম্প্রতিক সকল শিক্ষা প্রতিষ্ঠান চলতি মাসের আজ ১২ তারিখে খোলা হবে বলে জাানান। আর এমন ঘোষনার পরপরই কুষ্টিয়াতে জুতা, পোষাক ও লাইব্রেরীতে ব্যাপক ভীড় লক্ষ করা যাচ্ছে। শনিবার সরেজমিনে দেখা যায়, জেলা শহরের এন এস রোডের প্রায় এক হাজার জামা কাপড়, জুতার দোকানে শিক্ষার্থী ও অবিভাবকদের কেনা কাটার ধুম। ব্যাপক ভীড় দেখা গেছে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনের সামনে ইসলামিয়া কলেজ গলিতে অবস্থিত শতাধিক লাইব্রেরীতেও। স্কুল ড্রেস কিনতে আসা কুষ্টিয়া জিলা স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র মুশফিকুর আদনান জানান, অনেক দিন স্কুল বন্ধ, আমার স্কুল ড্রেস ছোট হয়ে যাওয়াতে নতুন ড্রেস বানানোর জন্য মার্কেটে এসেছি আব্বুর সাথে । এখানে এসে স্কুলের অনেক বন্ধুর সাথেও দেখা হয়েছে, তারাও কেনাকাটা করতে এসেছে। সে জানায় নতুন স্কুল ড্রেস পড়ে স্কুলে যাবো। কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী পুষ্পিতার মা জানান, মেয়ের স্কুল ড্রেসের সাথে ব্যবহৃত জুতা ছোট হয়ে গেছে , নতুন জুতা কিনতে হবে সেইসাথে খাতা কলম ও কিছু বই কিনতেই মেয়েকে সাথে নিয়ে মার্কেটে এসেছি। তবে কিছু কিছু পন্যের দাম তুলনামূলক বেশি নিচ্ছে বলেও জানান তিনি। এদিকে শিক্ষার্থী ও অবিভাবকদের আনোগোনা বেশি হওয়াতে কিছু অসাধু ব্যবসায়ী পন্যের দাম বেশি নিচ্ছে বলেও অভিযোগ করেছেন ক্রেতারা। তাদের দাবি এই মুহুর্তে বাজার মনিটরিং জরুরী, তাহলেই এই সমস্যা সমাধান হবে। ইতিমধ্যেই জেলার সকল প্রাথমি, মাধ্যমিক ও মাদরাসা সমূহ ক্লাস পরিচারোনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পর্ন করেছে। সপ্তাহ ব্যাপী চলেছে পরিস্কার পরিচ্ছন্নতা কার্য্যক্রম। সর্বশেষ রবিবার খোলা হচ্ছে প্রতিষ্ঠানগুলা । জেলার কুমারখালী উপজেলার জোতমুড়া নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ শরীফ জানান, ইতোমধ্যেই আমরা স্বাস্থ্য বিধি মেনে শ্রেনী কার্য্যক্রম পরিচালোনার বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়েছি। জেলার পোষাক বিক্রেতা ইয়াং কালেকশনের মালিক শাকিল আহমেদ তিয়াশ জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার ঘোষনাতে পোষাক বিক্রি বেশ বেড়েছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ড্রেসের চাহিদা বেশি লক্ষ করা যাচ্ছে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা বই মালিক সমিতির সভাপতি খন্দকার রহমত আলী জানান, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় বছর বন্ধ থাকাতে আমরা মানবেতর জীবনযাপন করে আসছি। খুব কষ্টে এই দেড় বছর সংসার চালাতে হয়েছে, সেই সাথে দোকান ভাড়ার ব্যাপার তো আছেই। বিশেষ করে শিক্ষার সাথে জড়িত আমরা সবাই খুব কষ্টে জীবন যাপন করছি। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষনাতে বই, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী বিক্রি শুরু হয়েছে। আশা করি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে কিছুটা স্বাভাবিকে ফিরতে পারবো। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য বলছে, জেলা ৮০৫ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। সেইসাথে জেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য বলছে, জেলায় প্রায় ৩০৮ টি মাধ্যমিক ও ৭৪ টি মাদরাসা রয়েছে। মাধ্যমিক স্থরের জেলায় ৩৮২ টি প্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষের অধিক ছাত্রছাত্রী আছে। আর তাই স্বাস্থ্য বিধি মেনে জেলার ৩৮২ টি মাধ্যমিক প্রতিষ্ঠান খোলা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৈয়বুর রহমান জানান, রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে । দেড় বছর বন্ধ থাকাতে শিক্ষার্থীরা স্কুলে আসতে এখন বেশ আগ্রহী। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জায়েদুর রহমান জানান, করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান দেড় বছর বন্ধ থাকাতে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখন শিক্ষার্থীরা সবাই স্কুলমুখী হতে চাচ্ছে। প্রতিষ্ঠান খোলাতে সাধুবাদ জানিয়েছেন অবিভাবকরাও।
Leave a Reply