ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোডাউন মোড়ে রাসেল প্লাজার ২য় তলায় নিউ আল আমিন ক্লিনিক গতকাল শনিবার দুপুরে শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা মুকুল ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন। জেলা পরিষদের সদস্য আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লিনিকের স্বত্ত্বাধিকারী আজমাইন মোহন প্রতিষ্ঠানটির সাফল্য চেয়ে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply