হাইওয়ে থানা ঘাতক ট্রাক্টরটি আটক করেছে
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ইটবাহী ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাজীপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া কারিগরপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে অবস্থিত একটি ওষুধের দোকানে চাকরি করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী থেকে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল সুরুজ। কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কাজীপাড়া এলাকায় ইটবাহী একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে যাত্রীবাহী বাস সামনের দিক থেকে চলে আসে। এ সময় বাসটিকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয় সুরুজ। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন,ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
Leave a Reply