কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সরকারী কলেজ সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গতকাল দুপুরে সদর উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের পুঃননির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম,সাধারণ সম্পাদক রেজাউল হক। শহর আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি বীরমুক্তিযোদ্ধা তাইজাল আলী খান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। প্রধান অতিথির বক্তব্যে পৌর আওয়ামীলীগের পুঃন নির্বাচিত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণের পথ পাড়ি দিচ্ছে। তিনি বলেন শহর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করবে। এবং কুষ্টিয়ার উন্নয়নে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে হবে, দলের মধ্যে কোন প্রকার বিশৃংলা, অনিয়ম, দুর্নীতি, মাদককে প্রশ্রয় দেয়া যাবে না। দলকে সুসংঠিত করতে সব সময় মানুষের পাশে থেকে কাজ করতে হবে। এ সময় আরোও উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশীদ নুন্তা, মানজিয়ার রহমান চঞ্চল, নুর আলম দুলাল, সাহাবুদ্দিন বুলি, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মনোয়ার হোসেন মুকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখতারুজ্জামান বিশ^াস, ডাঃ মোঃ গোলাম মওলা, মোঃ একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খোকন, শেখ মোঃ শওকত আকবর মাষ্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের আহবায়ক হাসিব কোরাইশী, সর্দ্দার পাভেল প্রমুখ।
Leave a Reply