দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে স্বামী স্ত্রীর মধ্যেকার দ্বন্দ্ব ও পারিবারিক বিরোধকে কে›ন্দ্র করে হামলা, বাড়ি-ঘর ভাংচুর লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে হামলা ও লুটের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এসময় হামলকারীরা নগদ ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্নালংকার সহ প্রায় ১০ লাক টাকার সম্পাদ লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার সময় বাড়ির মালিক বাধা দিলে তাকে ও তার স্ত্রী কে বেধড়ক মারপিট করে হামলকারীরা। পরে সংবাদ পেয়ে যৌথ বাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এ ঘটনায় বাড়ির মালিক ফজলুল হক বিশ্বাস বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ফজলুল হকের ছেলে আকিমুল ইসলাম দূর্জয়ের সাথে প্রতিবেশী আব্দুল হকের মেয়ে নদী খাতুনের ৪ বছর আগে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তানও আছে। তুচ্ছ ঘটনা নিয়ে দূর্জয় ও তার স্ত্রী নদীর মধ্যে প্রায় দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ লেগে থাকে। এরই সূত্রধরে শুক্রবার সন্ধ্যায় দুর্জয়ের স্ত্রী নদী রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। এ সময় তার পিতার লোকজন প্রভাবশালী হওয়ায় তার ভাই নয়ন ইসলামের নেতৃত্বে রাব্বি হোসেন (২৫), সাগর (৫০), সোহেল (১৮) ও বিকাশ (২০) সহ প্রায় ১৫-২০ জন সশস্ত্র সংগবদ্ধ হয়ে দূর্জয়ের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ি-ঘর ভাংচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পাদ লুট করে। হামলা চলাকালে দূর্জয়ের মা লুৎফন নেছা ও পিতা ফজলুল হক বাঁধা দিলে তাদের বেধড়ক মারপিট করে জখম করে। খবর পেয়ে যৌথবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় দূর্জয়ের পিতা ফজলুল হক বাদী হয়ে দৌলতপুর থানায় মামলার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
Leave a Reply