কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সহ সারা দেশে পুলিশ সহ প্রশাসন শ্রমিকদের ন্যায় সংঙ্গত দাবি সহ শ্রমিকদের সমস্যাগুলোর সমাধান না করে উল্টো মালিকদের প্ররোচনায় পুলিশ বেআইনিভাবে মিথ্যা অভিযোগে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, কুষ্টিয়া, বটতৈল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা তোরাব আলী ব্যাপারী কে অবৈধ ভাবে কোন অভিযোগ ছাড়াই অবৈধ ভাবে তার অনুপস্থিতিতে তার বসত বাড়িতে তল্লাশির নামে নগ্ন হামলা চালায়। যা দেশের সংবিধান, শ্রম আইনসহ প্রচলিত আইন অনুযায়ী মৌলিক অধিকারের চরম লঙ্ঘন ।পুলিশ প্রশাসন প্রতিনিয়ত এমন অবৈধ কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন। এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে শ্রমিক নেতা তোরাব আলী ব্যাপারীর বিরুদ্ধে পুলিশের ষড়যন্ত্র বন্ধ করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া, বটতৈল ইউনিয়ন শাখা। লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক তোরাব আলী ব্যাপারী। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া,বটতৈল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান প্রমূখ। বক্তারা অবিলম্বে হয়রানি ও মানসিক নির্যাতন থেকে রক্ষা করতে পুলিশ সুপার মহাদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply