1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:59 pm

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত সময় Thursday, May 15, 2025
  • 109 বার পড়া হয়েছে

এনএনবি : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি পর্যালোচনার পর তার ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থায় দু’টি বুলেটপ্রুফ গাড়ি যুক্ত করা হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
রাজধানী নয়া দিল্লিতে জয়শঙ্করের বাসভবন ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
বার্তা সংস্থা পিটিআইকে ওই সূত্রগুলো জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি জয়শঙ্করের সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে তার ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা বহরে আরও দু’টি বুলেটপ্রুফ গাড়ি যুক্ত করার সুপারিশ করে।
গোয়েন্দা সংস্থাগুলোর সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। কাশ্মীরের পেহালগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সীমান্ত বরাবর উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, জয়শঙ্কর আগে থেকেই ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের (সিআরপিএফ) ৩৩ জন কমান্ডোর একটি দল সার্বক্ষণিক নিয়োজিত আছেন।
‘জেড’ ক্যাটাগরি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থায় দেশটির স্থানীয় পুলিশ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) চার থেকে ছয়জন কমান্ডোসহ মোট ২২ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকেন। সঙ্গে থাকে অন্তত একটি বুলেটপ্রুফ গাড়ি। সঙ্গে এসকর্ট গাড়িও থাকে।
সাধারণত শীর্ষ পর্যায়ের রাজনীতিক ও সেলিব্রেটিদের মধ্যে যারা হুমকির মুখে আছেন, তাদের এই স্তরের নিরাপত্তা দেওয়া হয়।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস (সিআরপিএফ) ভিআইপি সিকিউরিটি উইং দেশটির মন্ত্রীদের সশস্ত্র নিরাপত্তা দেয়। ভারতের কেন্দ্রীয় সুরক্ষা তালিকার অধীনে ভিআইপি নিরাপত্তা শুরু হয় জেড-প্লাস (উন্নত নিরাপত্তা সংযোগ) মাত্রা থেকে; তারপরের মাত্রাগুলো হল জেড-প্লাস, জেড, ওয়াই, ওয়াই-প্লাস এবং এক্স।
বর্তমানে ভারতের প্রায় ২০০ জন গুরুত্বপূর্ণ মানুষ সিআরপিএফের ভিআইপি নিরাপত্তার অধীনে আছেন। এদের মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেসের শীর্ষ পরিবারের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী ভদ্র রয়েছেন।
২০২৩ সালের অক্টোবরের প্রথমদিকে জয়শঙ্করের নিরাপত্তা ব্যবস্থা ওয়াই থেকে জেড ক্যাটাগরিতে উন্নীত করা হয়। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) হুমকি পর্যালোচনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
ওই সময় থেকে ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে সার্বক্ষণিক ১২ জন সশস্ত্র রক্ষী নিয়োজিত আছেন। পাশাপাশি ছয়জন নিরাপত্তা কর্মকর্তা (পিএসওস), ১২ জন সশস্ত্র কমান্ডো তিন পালায় মোতায়েন থাকছেন, তিনজন প্রহরী পালাক্রমে কাজ করছেন আর তিনজন প্রশিক্ষিত গাড়িচালক সার্বক্ষণিক উপস্থিত থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640