কাগজ প্রতিবেদক ॥ আগামী ১৭ মে খুলনায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি সবসময় শান্তির পক্ষের দল। এই দেশের সবাই সুন্দর ও সুষ্ঠ ভাবে বসবাস করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান। তরুণদের একত্রিত করতে আগামী ১৭ মে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আয়োজন করেছে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম রফিক। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত ১১টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দ।
Leave a Reply