এনএনবি : ক্যাথলিক খ্রিষ্টানদের প্রয়াত ধর্মগুরু ফ্রান্সিসের উত্তরসূরী বেছে নিতে শুরু হতে যাচ্ছে মহাগোপনীয় কনক্লেভ।
ভ্যাটিকানের সিসটিন চ্যাপেলে বুধবার রোমান ক্যাথলিক কার্ডিনালরা বসছেন পরের পোপ নির্বাচনের লক্ষ্য নিয়ে, যিনি নানা মতে বিভক্ত কিন্তু বৈচিত্রে ভরা চার্চকে একত্রিত করতে পারবেন বলে তাদের আশা, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যযুগের রীতি মেনে এদিন শুরু হয়েছে সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় এক ধর্মীয় প্রার্থনার মাধ্যমে। এরপর দুপুরের খাবার বিরতি। তারপরই শুরু হবে কনক্লেভ।
কনক্লেভের প্রথম দিনই পোপ পাওয়ার সম্ভাবনা বিরল, নতুন নেতা নির্বাচনে দুনিয়া থেকে বিচ্ছিন্ন কার্ডিনালরা সাধারণত কয়েক দিন লাগিয়ে ফেলেন।
তাদের একাধিক ভোটের পর লাল টুপি পরা ‘চার্চের কোনো এক রাজপুত্র’ পাবেন উপস্থিত কার্ডিনালদের দুই তৃতীয়াংশ সমর্থন, হবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম সর্বেসর্বা।
রয়টার্স লিখেছে, বুধবার কেবল একবারই ভোট হবে। এরপর কার্ডিনালরা দিনে চারবার পর্যন্ত ভোট করতে পারবেন।
কোনো ভোটে কেউ দুই তৃতীয়াংশের বেশি ভোট পেলে সিসটিন চ্যাপেলের চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া, বাজবে ঘণ্টাধ্বনি। তার আগ পর্যন্ত প্রত্যেক ভোটের পর চিমনি দিয়ে বের হবে কালো ধোঁয়া।
পোপ ক্যাথলিকদের হলেও তার প্রভাব বিস্তর, বিশ্ব রাজনীতিতে আর কোনো সম্প্রদায়ের ধর্মগুরুর এমন প্রভাব দেখা যায় না।
বুধবার কনক্লেভে ঢোকার আগে স্থানীয় সময় সকালে সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় কার্ডিনালরা সারা বিশ্বের ‘খেয়াল রাখবেন’ এমন এক পোপ নির্বাচন করতে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করেছেন।
সেখানে দেওয়া ধর্মীয় বার্তায় ইতালীয় কার্ডিনাল জিওভান্নি বাত্তিস্তা রে কনক্লেভে যাওয়া কার্ডিনালদের উদ্দেশ্যে ‘ব্যক্তিগত পছন্দকে’ একপাশে সরিয়ে রেখে, ‘কেবল চার্চ ও মানবতার মঙ্গলের কথা মাথায় রেখে’ পোপ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নতুন পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কলেজ অব কার্ডিনাল ভ্যাটিকানের সব দায়িত্ব সামলায়। ৯১ বছর বয়সী রে সেই কলেজ অব কার্ডিনালের ডিন।
বয়স বিবেচনায় তিনি নিজেই কনক্লেভে থাকতে পারবেন না, কারণ মহাগোপনীয় এই নির্বাচনে থাকতে পারবেন কেবল সেই কার্ডিনালরা, যাদের বয়স ৮০-র কম।
পোপ নির্বাচনে অংশ নিতে এবার ৭০টি দেশের রেকর্ড ১৩৩ কার্ডিনাল সিসটিন চ্যাপেলে ঢুকবেন বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফ্রান্সিস যেবার পোপ হয়েছিলেন, সেই ২০১৩ সালের কনক্লেভে ছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল।
নতুন পোপ কে হতে পারেন, তা নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলো ব্যাপক জল্পনা-কল্পনা করছে। তাদের হিসাবে, কনক্লেভে লড়াই হতে পারে ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে।
যদিও পুরনো রোমান প্রবাদ বলছে, “হি হু এন্টারস দ্য কনক্লেভ এজ পোপ, লিভস ইট এজ এ কার্ডিনাল।” অর্থ্যাৎ, যিনি পোপ হওয়ার আকাক্সক্ষা নিয়ে কনক্লেভে ঢোকেন, কনক্লেভ শেষেও তিনি কেবল কার্ডিনালই থেকে যান।
নতুন পোপ কেমন হওয়া উচিত, কার্ডিনালদের মধ্যেও এ নিয়ে পরিষ্কার বিভক্তি রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
কেউ চাইছেন ফ্রান্সিসের ধারাবাহিকতা বজায় থাকুক, কেউ চাইছেন ক্যাথলিক চার্চ তার পুরনো রক্ষণশীল ধারায় ফেরত যাক, অনেকে আবার চাইছেন ভ্যাটিকানের সিংহাসনে এমন কেউ বসুক, যিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারবেন।
Leave a Reply