1. nannunews7@gmail.com : admin :
May 9, 2025, 12:57 pm
শিরোনাম :

আজ শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তীর উদ্ধোধন

  • প্রকাশিত সময় Wednesday, May 7, 2025
  • 8 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ আজ ২৫ শে বৈশাখ বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে উদযাপিত হওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। আজ উদ্ধোধন।
বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগীতায় ও প্রত্মত্ব বিভাগের উদ্যোগে কবি গুরুর শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিন ব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। তিনদিন ব্যাপী উৎসবের পাশাপাশি থাকছে গ্রামীণ মেলা।
আজ ৮ মে সকাল সাড়ে ৯টায় জাতীয়ভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জুমে উদ্ধোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ সিদ্দিক, স্মারক বক্তব্য রাখবেন অধ্যাপক মনসুর মুসা, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ নসরুল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। এর পর বিরতি দিয়ে দুপুর ২টা থেকে শুরু হবে রবীন্দ্রনাথের গান, গল্প ও কবিতা নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্টান। ২৬ শে বৈশাখ সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। বিকেল ৪ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম, বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সিও লেঃ কর্ণেল মাহবুব মুর্শেদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ২৭ শে বৈশাখ বিকেল ৪ টায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম মিখাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। এ ব্যাপারে কুঠিবাড়ীর কাষ্টডিয়ান আল আমিন জানান, কবি গুরুর জন্মবার্ষিকী উদযাপনের জন্য কুঠিবাড়ীকে নতুন রং, জানালা, দরজা, মেরামত, ওয়াটারপ্রুফ প্যান্ডেল নির্মাণ, ঘাস, আগাছা পরিস্কার, পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া অনকুলে এবার দর্শনার্থীরা রবীন্দ্রজয়ন্তীর উৎসব উপভোগ করতে পারবেন স্বানন্দে। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান জানান, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, প্রত্মতত্ব বিভাগের সহযোগীতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিদেশী পর্যটক কেউ আসলে আমাদের ইনফর্ম করলে তার নিরাপত্তাসহ পুলিশ, র‌্যাব, বিজিবি,সাদাপোশাকে আইনশৃংলাবাহিনী ও গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। কোন প্রকার নিরাপত্তায় ব্যর্তয় ঘটবে না। তিনি বলেন, সকলের সহযোগীতা পেলে এই তিনদিন ব্যাপী উৎসবকে সফল করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640