এনএনবি : ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় একদিন পর ইয়েমেনের হোদেইদাহ বন্দরে ২০টি জঙ্গি বিমান ব্যবহার করে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী।
রোববার ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের ৩নং টার্মিনালের কাছে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আকাশ প্রতিরক্ষা ইউনিট।
এরপর সোমবার হোদেইদাহ ও এর আশপাশে হুতিদের বিভিন্ন লক্ষ্যে তারা হামলা চালায় বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার পর হুতি কর্তৃপক্ষ বন্দরটির ও একটি সিমেন্ট ফ্যাক্টরি চারপাশের এলাকা বন্ধ করে দিয়েছে।
তারা জানান, হামলায় বন্দরটির কতোটা ক্ষতি হয়েছে তা জানা যায়নি, তবে তীব্র আঘাত ও এরপর ছড়িয়ে পড়া আগুনে বন্দরটির কন্টেইনার বার্থ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্স জানায়, আরও দুই সূত্রের হিসাব অনুযায়ী, বন্দরের পাঁচটি ডক, গুদাম ও কাস্টমস এলাকার ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দরের এক কর্মী জানিয়েছেন, দু’টি জাহাজ থেকে মাল নামানোর সময় হামলার ঘটনাটি ঘটে, এতে বন্দরটিতে যানবাহন চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে।
Leave a Reply