1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 2:36 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে গমের আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান

  • প্রকাশিত সময় Sunday, May 4, 2025
  • 111 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অব কন্ট্রোল (নিয়ন্ত্রণরেখা) বরাবর অরক্ষিত এলাকাগুলোতে গমের আটা মজুত করা শুরু করেছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাকআউট মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক (ডেপুটি কমিশনার) ও স্টেশন সদর দপ্তরের কাছে ‘সমর্থন ও সহযোগিতা’ চান। সেনানিবাসের এই দুই কর্মকর্তা পাঞ্জাব স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডকে (পিএসপিসিএল) মহড়ার নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বলেন। তিনি পিএসপিসিএলে পাঠানো একটি চিঠিতে বলেন, ‘সম্পূর্ণ ব্ল্যাকআউট বিবেচনা করে এই সময়টিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘চলমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য।’ এলাকার বেসামরিক নাগরিকদের এই বিষয়ে জানাতে একজন ব্যক্তি মাইকসহ ব্যাটারিচালিত রিকশায় শহরের চারপাশে ঘুরে ঘোষণা করেন। গত মাসের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। সবকিছু মিলিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে ভারতের সঙ্গে টান টান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অরক্ষিত এলাকাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় গমের আটা মজুত করতে শুরু করেছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের খাদ্য দপ্তর। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় এলওসি-সংলগ্ন এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় আটা মজুত করা হচ্ছে। অধিবাসীদের চাহিদা পূরণে অন্তত দুই মাসের জন্য মজুত করা হচ্ছে এই আটা। ভারতের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তানভারতের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান
এজেকের খাদ্য দপ্তরের প্রধান চৌধুরী আকবর ইব্রাহিম ডনকে বলেন, ‘নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন গোটা অঞ্চলে অন্তত দুই মাসের আটা যাতে মজুত থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’ তিনি জানান, বোমাবর্ষণ কিংবা সামরিক অভিযানের আশঙ্কা আছে, এমন জায়গা থেকে খাদ্যভান্ডার তুলনামূলক নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষদের, বিশেষ করে যারা শীতের সময় এবং ভারতের গোলাবর্ষণ শুরু হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, এই সময়টিতে যাতে তাদের খাদ্য সংকটে পড়তে না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাশ্মীরে হামলা: আরেকটি ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্নকাশ্মীরে হামলা: আরেকটি ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন পেহেলগামে হামলার ঘটনার পর থেকে এখন পর্যন্ত ভারত ও পাকিস্তান—উভয় দেশই বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে ভারত। আর এই কঠোর পদক্ষেপ দুই দেশকে আবারও যুদ্ধের মুখোমুখি করবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কাশ্মীরের ইতিহাস অত্যন্ত সংঘাতপূর্ণ। ভারত ও পাকিস্তান—উভয় দেশই পুরো অঞ্চলের মালিকানা দাবি করে, তবে শাসন করে আংশিকভাবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া অতীতের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতির ‘চাপ’ দ্বারাও প্রভাবিত হবে। তাই ভারত যে পথই বেছে নিক না কেন এবং পাকিস্তান যেভাবেই সাড়া দিক না কেন, প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640