কুষ্টিয়ায় আন্তরিক একাডেমী ও ইউসিসি কোচিং সেন্টারের আয়োজনে ২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কাগজ প্রতিবেদক ॥ আন্তরিক একাডেমী ও ইউসিসি কোচিং সেন্টার কুষ্টিয়া শাখার আয়োজনে গতকাল শনিবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এক সংমবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়। ইউসিসি কোচিং সেন্টার কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক তৌফিক হাসান রণকের সভাপতিত্বে সংমর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসিসির পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ঢালাও সিলেবাস, সাজেশনে একজন শিক্ষার্থী পরিপুর্ণ মেধা সম্পন্ন হতে পারে না তাই তার প্রয়োজন হয় সহ-শিক্ষা বা কোচিং। তিনি বলেন, কোচিং শিক্ষাই মানেই হাত-পা বেঁধে দেয়া না কোচিং শিক্ষা মানে একজন শিক্ষার্থীর ভেতরের মেধাকে প্রকাশ্যে আনা এবং তার ভেতরে পড়ার যে ভয় তা ভেঙ্গে দেয়া। তাকে সামনে নিয়ে আসা। তিনি সংমর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমরা ইউসিসি কোচিং থেকে কোচিং করে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে চান্স পেয়েছো এতে ইউসিসির যেমন কৃতিত্ব তেমনি তোমাদের কৃতিত্ব কম নয়। আগামী দিনে তোমাদের হাতেই দেশ, জাতির ভবিষ্যত। আমি আশা করি নতুন উদ্দিপনায় তোমরা এগিয়ে যাবে। এ প্রত্যশা করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরিকুল ইসলাম প্রভাষক ঝিনাইদহ সরকারী কলেজে, মোহাম্মদ ফিরোজ হোসেন সহকারী অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ ইসলামী বিশ্ববিদ্যালয়, উত্তম কুমার রায় প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান কুষ্টিয়া সরকারি কলেজ, আজিজুল ইসলাম মানিক বিশিষ্ট হিসাব বিজ্ঞান শিক্ষক, এক্সাম পেয়ার সাহাবউদ্দিন, ইউসিসি কোচিং সেন্টারের ইংরেজী শিক্ষক ইমতিয়াজ সুলতানসহ শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
Leave a Reply