এনএনবি : হোয়াইট হাউজে মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) ভবিষ্যৎ নিয়ে আলাপের এক পর্যায়ে নিজের সঙ্গে গৌতম বুদ্ধের তুলনা টেনেছেন ধনকুবের ইলন মাস্ক।
কাছাকাছি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও কৌতুক করে নিজেকে পরবর্তী পোপ পদে দেখতে চেয়েছেন।
তবে মাস্ক মজা করেননি, তিনি বোঝাতে চেয়েছেন, ডিওজিই তাকে ছাড়াও খারাপ চলবে না।
“বৌদ্ধ ধর্মের জন্য বুদ্ধের উপস্থিতির আর প্রয়োজনীয়তা আছে?”, বুধবার হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের রুজভেল্ট কক্ষে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির ভবিষ্যৎ নিয়ে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি পাল্টা এ প্রশ্ন ছুঁড়ে দেন বলে জানিয়েছে সিএনএন।
চলতি মাস থেকেই মাস্ক ডিওজিই-তে থাকছেন না বলে বেশকিছু খবর বেরিয়েছে। তাকে ছাড়া সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে বানানো এই বিভাগটি কেমনে চলবে, তা নিয়ে অনেকের কৌতুহল আছে।
যদিও টেসলাপ্রধান আশাবাদী, তার ধারণা এটি বেশ ভালোভাবেই তার দায়িত্ব পালন করে যাবে।
“বুদ্ধ চলে যাওয়ার পরই কি ধর্মটি আরও শক্তিশালী হয়নি?” বলেছেন মাস্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর সরকারি ব্যয় ও প্রশাসনের কর্মীবহর ছোট করে ডিওজিই বানিয়ে তার দায়িত্ব দেন ঘনিষ্ঠ সহযোগী মাস্ককে। গত কয়েক মাসে হাজার হাজার কর্মী ছাঁটাই, নানান প্রকল্প বন্ধ বা স্থগিত করে দিয়ে ডিওজিই যুক্তরাষ্ট্রজুড়ে হুলুস্থুল লাগিয়ে দিয়েছে।
মাস্কের ক্ষমতা, তার সঙ্গে ট্রাম্প মন্ত্রিসভার বেশ কয়েকজনের দ্বন্দ্বের খবরও গণমাধ্যমের শিরোনাম হয়েছে। তবে ট্রাম্প সবসময় মাস্ককে আগলে রেখেছেন এবং তার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রিপাবলিকান এ প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে মাস্ক সাধারণত ফক্স নিউজ, রক্ষণশীলদের বিভিন্ন পডকাস্ট এবং নিজের সোশ্যাল মিডিয়াতে থাকতেই বেশি পছন্দ করেছেন। মূলধারার সংবাদমাধ্যমগুলোর মুখোমুখি তিনি হননি।
বুধবার সেখান থেকে সরে এসে ডিওজিই-র আরও তিন শীর্ষ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মাস্ক নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইউএস টুডে, ব্লুমবার্গ, এবিসি, এনসিবি, অ্যাসোসিয়েটেড প্রেসসহ অন্তত ১০টি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বুদ্ধের সঙ্গে নিজের তুলনা টানলেও মাস্কের কণ্ঠে এদিন খানিকটা হতাশার সুরও পাওয়া গেছে বলে অনেক সাংবাদিক বলছেন।
মাস্ক সাংবাদিকদের জানান, সরকারি ব্যয় ১ ট্রিলিয়ন ডলার কমানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা এখনও পূরণ হয়নি।
তারা এখন পর্যন্ত প্রায় ১৬০ বিলিয়ন ডলারের মতো ব্যয় কমাতে পেরেছেন, কিন্তু ওয়াশিংটন থেকে আরও সহায়তা না পেলে লক্ষ্য পূরণ খুবই কঠিন হবে, বলেছেন তিনি।
“এটা অনেকটা নির্ভর করছে, মন্ত্রিসভা ও কংগ্রেস কী পরিমান কষ্ট সহ্য করতে পারবে, তার ওপর,” বলেছেন বিশ্বের শীর্ষ এ ধনী।
তিনি স্বীকার করেন, ব্যয় হ্রাস করতে গিয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মীকেও ‘ভুলবশত ছাঁটাই’ করা হয়েছে। ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করতে তার কঠোর পদক্ষেপ মার্কিন প্রশাসনের ভেতরে-বাইরে নানা মহলে তীব্র প্রতিক্রিয়ারও জন্ম দিয়েছে।
অ্যান্টিবায়োটিক সংকট নিয়ে
জানা গেল ‘ভয়ংকর তথ্য’
এনএনবি : নতুন এক গবেষণায় দেখা গেছে, নি¤œ ও মধ্যম আয়ের দেশগুলোতে মারাত্মক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণে আক্রান্ত মানুষের মাত্র ৭ শতাংশেরও কম প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক পাচ্ছেন।
গবেষকরা সতর্ক করছেন, এই ঘাটতির ফলে মৃত্যু বেড়ে যাচ্ছে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অগজ) আরও ছড়িয়ে পড়ছে।
বিখ্যাত সাময়িকী দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেসে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ২০১৯ সালে বাংলাদেশ, ব্রাজিল, মিশর, ভারত, কেনিয়া, মেক্সিকো, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় প্রায় ১৫ লাখ কার্বাপেনেম-প্রতিরোধী গ্রাম-নেগেটিভ (সিআরজিএন) ব্যাকটেরিয়া সংক্রমণের ঘটনা ঘটে এবং এর ফলে প্রায় ৪.৮ লাখ মানুষের মৃত্যু হয়।
কিন্তু এই সংক্রমণ প্রতিরোধে কার্যকর অ্যান্টিবায়োটিক সরবরাহ হয়েছে মাত্র এক লাখ ৪ হাজার কোর্স। যা মোট সংক্রমণের গড়ে মাত্র ৬.৯ শতাংশ কভার করেছে। কেনিয়ায় এই হার ছিল মাত্র ০.২ শতাংশ, আর মেক্সিকো ও মিশরে ছিল প্রায় ১৫ শতাংশ।
গ্লোবাল অ্যান্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপ (এধৎফচ)-এর গ্লোবাল অ্যাকসেস ডিরেক্টর ড. জেনিফার কোহন বলেন, ‘যারা মারাত্মক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণে ভুগছেন, তাদের অধিকাংশই প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক পাচ্ছেন না। এ এক নির্মম বাস্তবতা’।
গবেষণায় বলা হয়, সিআরজিএন সংক্রমণ সাধারণত নিউমোনিয়া, রক্তে সংক্রমণ ও জটিল মূত্রনালী সংক্রমণের মাধ্যমে দেখা যায় এবং এগুলো ক্রমেই বেশি ও ভয়ংকর হয়ে উঠছে।
যদি যথাযথ ওষুধ না দেওয়া হয়, তাহলে এই সংক্রমণ দীর্ঘস্থায়ী হয়, মৃত্যুহার বেড়ে যায় এবং প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তার আরও বৃদ্ধি পায়।
ড. কোহন ও তার সহকর্মীরা বলছেন, বিশ্বব্যাপী আলোচনা ও নীতিনির্ধারণে সাধারণত অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দরিদ্র অঞ্চলে অ্যান্টিবায়োটিকের ঘাটতির দিকটি উপেক্ষিত রয়ে গেছে।
তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে নতুন ওষুধ আনা হলেও সবচেয়ে বেশি বোঝা কিন্তু সেই দেশগুলোতে নয়’।
গবেষকেরা ওই ৮টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন। এতে তারা সিআরজিএন সংক্রমণের অনুমানকৃত সংখ্যা মিলিয়ে দেখেছেন আটটি কার্যকর অ্যান্টিবায়োটিকের বিক্রয় তথ্যের সঙ্গে। এতে দেখা গেছে, রোগ ও চিকিৎসার মধ্যে এক বিশাল ব্যবধান রয়ে গেছে।
এএমআর বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঘটে তখনই, যখন ব্যাকটেরিয়া ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। একে নিয়ন্ত্রণ না করলে ২০৫০ সালের মধ্যে প্রতি বছর ১৯ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি সমতা ভিত্তিক অ্যান্টিবায়োটিক প্রাপ্তিতে জরুরি বৈশ্বিক বিনিয়োগের আহ্বান জানিয়েছে, যা অনেকটা আফ্রিকায় এইচআইভি চিকিৎসা পৌঁছে দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগের মতো।
অ্যান্টিবায়োটিক ব্যবহারের পথে প্রধান বাধাগুলোর মধ্যে রয়েছে—হাসপাতালে ওষুধের সীমিত প্রাপ্যতা, চিকিৎসার উচ্চ ব্যয় এবং জাতীয়ভাবে ক্রয় ব্যবস্থার অনুপস্থিতি।
ড. কোহন বলেন, ‘আমরা শুধু দরিদ্র দেশগুলোতে সচেতন ব্যবহার এবং ধনী দেশগুলোতে উদ্ভাবন নিয়ে ভাবলে চলবে না। আমাদের একইসঙ্গে দুই দিকেই মনোযোগ দিতে হবে—সব দেশেই’। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
Leave a Reply