কাগজ প্রতিবেদক ॥ মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালু হয়েছে বিশেষ ভ্যান। এই ভ্যান ঘুরবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা। জানাবে বন্যপ্রাণী রক্ষার কথা। সচেতন করবে সব শ্রেণি-পেশার মানুষকে। গত গত ২২ এপ্রিল যশোরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলা ঘুরে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের তত্ত্বাবধানে সচেতনতামূলক ভ্যানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো:তৌফিকুর রহমান। উদ্বোধন শেষ করে ভ্যানটি শহরের বিভিন্ন সড়কে এবং জিকে মাধ্যমিক বিদ্যালয় এবং হাসান ফয়েজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও জনসচেতনতায় মাইকিং করে প্রচারণা চালায়। এসময় বক্তারা বলেন । গত ২২ এপ্রিল যশোরে এই সচেতনতামূলক ভ্যানের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভ্যানটি দক্ষিণ -পশ্চিম অঞ্চলের ২১ জেলায় প্রদক্ষিণ করবে এবং ৫ জেলা ঘুরে এটা আজ কুষ্টিয়া এসেছে। জেলাব্যাপী ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণ এর মাধ্যমে প্রচার করা হচ্ছে। এবছর প্রথমবারের মতো বাংলাদেশে পালন করা হয়েছে বিশ্ব মেছো বিড়াল দিবস।প্রাণীর প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। মেছো বিড়ালসহ সব বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা জরুরি। প্রাণীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের বাঁচাতে হবে। মেছো বিড়ালসহ সব প্রাণী রক্ষায় এই সচেতনতামূলক ভ্যান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply