এনএনবি : পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকার্ত গোটা বিশ্ব। এই শোকের মাঝেই ক্যাথলিক চার্চ পরবর্তী নতুন পোপ বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের নতুন ধর্মগুরু কে হবেন, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সম্ভাবনাময় তিন আফ্রিকান কার্ডিনালের নাম।
তাদের একজন ঘানার, একজন কঙ্গোর এবং আরেকজন গিনির। এই আফ্রিকানদের কেউ পোপ নির্বাচিত হলে তিনি হতে পারেন এই আধুনিক যুগে প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান পোপ।
কিছু বিশ্লেষক বলছেন, নতুন পোপ আফ্রিকা থেকেই আসা উচিত। আফ্রিকা থেকে পরবর্তী পোপ হওয়ার জোরাল সম্ভাবনাও দেখা যাচ্ছে। কারণ, খ্রিস্টধর্মের দ্রুত প্রসার ঘটছে আফ্রিকায়।
বিশ্বের যে কোনও জায়গার চেয়ে আফ্রিকা মহাদেশের দেশগুলোতেই অনেক বেশি মানুষ ক্যাথলিক ধর্ম গ্রহণ করছে। নিপীড়ন এবং মৃত্যুর শিকার হওয়ার পরও লাখো আফ্রিকান ক্যাথলিক ধর্মবিশ্বসে আস্থা রাখছে।
ফলে পোপের গুরুদায়িত্বটি একজন আফ্রিকান ধর্মযাজকের হাতেই তুলে দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ।
২০২৩ সালের ন্যাশনাল ক্যাথলিক রেজিস্টারের তথ্যানুযায়ী, ১৯১০ সালে আফ্রিকায় ক্যাথলিক ছিলেন ১০ লাখের কম, যা বর্তমানে দাঁড়িয়েছে ২৬ কোটি ৫০ লাখে পৌঁছেছে।
ওদিকে, ২০২৪ সালের অক্টোবরে ভ্যাটিকান জানিয়েছিল, কেবল গত বছরেই ৭২ লক্ষ ৭১ হাজার আফ্রিকান ক্যাথলিক ধর্মে দীক্ষিত হয়েছেন।
এই প্রেক্ষাপটে এবারের নতুন পোপ হওয়ার দৌড়ে সামনের সারির তিন আফ্রিকান প্রার্থী হচ্ছেন: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কার্ডিনাল ফ্রিডোলিন অ্যামবোঙ্গো বেসুংগু (৬৫),
ঘানার কার্ডিনাল পিটার কোডভো আপ্পিয়াহ তুর্কসন (৭৬) ও গিনির কার্ডিনাল রবার্ট সারাহ (৮০)। তবে কার্ডিনাল সারাহর বয়স কম হওয়ায় তার পোপ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
ফ্রিডোলিন অ্যামবোঙ্গো বেসুংগু:
পোপ হওয়ার দৌড়ে নেতৃস্থানীয় প্রার্থী কঙ্গোর প্রজাতন্ত্রের এই কার্ডিনাল। তিনি কিনসাসায় ৭ বছর ধরে আর্চবিশপ হিসাবে কাজ করছেন। তাকে কার্ডিনাল নিযুক্ত করেছিলেন খোদ পোপ ফ্রান্সিস।
সংস্কৃতির ক্ষেত্রে বেসুংগু রক্ষণশীল মনোভাবের। সমকামী যুগলদের আশির্বাদ না করার পক্ষে তিনি সরব। তার কথায়, সমকামী দুই মানুষের জোড়া সাংস্কৃতিক প্রথার বিরোধী। ফলে তা অশুভ এবং যুক্তিসঙ্গত নয়।
তবে, ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি ধর্মীয় বহুত্ববাদের পক্ষেও কথা বলেছিলেন। তার কথায়, “প্রোট্যাসটেন্টরা প্রোট্যাসটেন্ট থাকুক আর মুসলিমরা মুসলিম। আমরা তাদের সঙ্গে কাজ করব। তবে প্রত্যেককেই তাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে হবে।”
পিটার তুর্কসন:
পোপ হিসাবে পিটারকে বেছে নেওয়া হলে বলা যায় ঘানার এই প্রভাবশালী কার্ডিনালই ১৫০০ বছরের মধ্যে প্রথম আফ্রিকান পোপ হওয়ার ইতিহাস গড়তে পারেন। তার আছে পোপ হওয়ার মতো একইরকম স্বাতন্ত্র্য।
কার্ডিনাল বেসুংগুর মতো তিনিও বলেছিলেন যে, এই পদ তিনি চান না। ২০১৩ সালে পিটার তুর্কসন বিবিসি-কে বলেছিলেন, “কেউ পোপ হওয়ার আকাঙ্কা পোষণ করে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”
আফ্রিকায় চার্চের সংখ্যা বাড়ছে। এ কারণে সেখান থেকে পোপ নির্ধারণ করার ভালো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিসংখ্যানের ভিত্তিতে পোপ বেছে নেওয়া উচিত নয়। এ ধরনের বিচার-বিবেচনায় জলঘোলা হওয়ার প্রবণতা থাকে।”
পিটার তুর্কসনই ঘানার প্রথম নাগরিক যিনি কার্ডিনাল হয়েছেন। পোপ জন পল দ্বিতীয়র সময় ২০০৩ সালে তাকে কার্ডিনাল করা হয়েছিল। এক দশক পর পোপ হিসাবে পোপ ফ্রান্সিসকে বেছে নেওয়ার সময় পিটার তুর্কসনকে এ পদে সম্ভাবনাময় একজন প্রার্থী হিসাবেই বিবেচনা করা হয়েছিল।
আফ্রিকার অনেক কার্ডিনালের মতো তুর্কসনও রক্ষণশীল। তবে আফ্রিকান দেশগুওলোতে সমকামী সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করার বিরোধিতা করেছেন তিনি।
রবার্ট সারাহ:
সারাহ একজন পরম্পরা বা ঐতিহ্য মেনে চলা অর্থোডক্স কার্ডিনাল। একসময় তিনি পোপ ফ্রান্সিসের মতো একই কাতারের কর্তৃত্ব নিয়ে নিজেকে উপস্থাপন করার চেষ্টা নিয়েছিলেন বলে জানিয়েছেন ভ্যাটিকানের এক পর্যবেক্ষক।
২০২০ সালে সারাহ তৎকালীন অবসরপ্রাপ্ত পোপ বেনেডিক্টের সঙ্গে মিলে ধর্মযাজকীয় ব্রহ্মচর্যর সমর্থনে একটি বই লিখেছিলেন। তার এই প্রচেষ্টাকে পোপ ফ্রান্সিসের কর্তৃত্বে চ্যালেঞ্জ হিসাবেই দেখা হয়ে থাকে।
সারাহ লিঙ্গ মতবাদকে সমাজের জন্য হুমকি বলে নিন্দা করেছেন এবং ইসলামিক মৌলবাদের বিরুদ্ধেও কথা বলেছেন। প্রয়াত পোপ ফ্রান্সিসের জায়গায় নতুন পোপ হিসাবে সারাহকে স্যোশাল মিডিয়ায় সমর্থন দিচ্ছেন রক্ষণশীল খ্রিষ্টানরা।
চার্চের মতবাদ, যৌনতার ক্ষেত্রে তার শক্ত প্রথাগত অবস্থান এবং গণ অভিবাস ও ইসলামবাদের বিরোধিতার কারণে রক্ষণশীলরা তাকে সমর্থন দিচ্ছে।
Leave a Reply