কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলা তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারকে এলাকাবাসী ও সাধারণ জনগণ গত এক সপ্তাহ আগে ফেসবুক পেজে টিক টকসহ অর্থআত্মসাত, স্বাক্ষর জালিয়াতিসহ নানা অভিযোগে তার অফিস রুমে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে পরিস্থিতি অস্বাভাবিক হলে স্থানীয় পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার সহায়তায় ঐ শিক্ষিকাকে জনতার বিক্ষোভ থেকে বের করে তার স্বামীর নিকট স্বসম্মানে হস্তান্তর করা হয়। এর পর থেকে এলাকাবাসীর সাথে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ওই শিক্ষিকার অপসারণ চেয়ে আন্দোলন করে আসছে। গতকাল বিদ্যালয়ের ক্লাস বর্জন করে সড়কের অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় খবর পেয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ছুটে যান সেখানে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হতে বলেন। যারা বাহিরাগত ছিল তাদেরকে বিদ্যালয় এলাকা থেকে বের করে দেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষিকার পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকে। এবং তার সামনেই আরও জোরে জোরে শ্লোগান দিতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম কিছুটা নাজেহাল হন। এর পর তিনি ঘটনাস্থলে ছাত্র-ছাত্রীদের আন্দোলন না করে ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে মুফোফোনে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের খবর পেয়ে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমি সেখানে অবস্থান নেই। এবং ছাত্র-ছাত্রীদের শান্ত করার চেষ্টা করি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার প্রাপ্ত অভিযোগ ও তার অপসারণের বিষয়ে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলার আহবান জানান। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিনের বিরুদ্ধে অর্থআত্মসাৎ,স্বাক্ষর জালিয়াতি, স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে অবৈধভাবে টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ চলে আসছিল। তার অন্যায় অনিয়ম মাত্রাতিরিক্ত হওয়ায় এলাকাবাসী সকলে স্কুল ঘেরাও করে প্রধান শিক্ষিকার পদত্যাগ দাবি করে, সাথে বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেন এই দুর্নীতিবাজ শিক্ষিকার পদত্যাগ দাবিতে। এলাকার শিক্ষাবিদ, জ্ঞানীগুনি সকলশ্রেণীর মানুষ বলেন এই শিক্ষিকা অত্র বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। পরবর্তীতে পরিস্থিতি অস্বাভাবিক হলে স্থানীয় পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার সহায়তায় ঐ শিক্ষিকাকে জনতার বিক্ষোভ থেকে বের করে তার স্বামীর নিকট স্বসম্মানে হস্তান্তর করা হয়।
Leave a Reply