কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আত্মকর্মসংস্থান ও ঘর নির্মাণের লক্ষ্যে সিলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুস্থ ও মানবতার সেবায় সারা বছরই সামাজিক কাজ করে থাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় আজ শনিবার কুষ্টিয়া শহরের ৭ নং ওয়ার্ড কালিশঙ্করপুর এলাকায় অবস্থিত হাজী শরীয়তুল্লাহ একাডেমী স্কুল প্রাঙ্গণে কুষ্টিয়া শহর জামায়াত দুইটি পরিবারে ঘর নির্মাণের জন্য ৩ বান টিন প্রদান করেন এবং আরো ৯টি পরিবারে কর্মসংস্থানের জন্য সিলাই মেশিন প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী জননেতা অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারি শামীম হাসান। এছাড়াও শহর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply