শহর প্রতিনিধি ॥ চৌড়হাস ফুলতলায় অবস্থিত বায়তুল মা’মুর জামে মসজিদটি নির্মাণাধীন একটি স্বপ্নের প্রকল্প। এটির যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে। টিনের চাল ও চাটাই দিয়ে সজ্জিত ছিল মসজিদটি। তবে এই মসজিদটি তৈরি নিয়ে বেশ কিছু ঝামেলায় পড়তে হয়। মসজিদ কমিটির সদস্যদের। কারণ এই মসজিদটি যে জমিতে তৈরি তার তিনটি মালিকানাধীন ছিল। এবং কিছু অংশ সরকারি জমি। কিন্তু মসজিদ কমিটির সদস্যদের এবং এলাকাবাসীর অনুরোধে ওই দুজন ব্যক্তি মোঃ আব্দুল হামিদ ও জামাল হোসেন তা মসজিদ কমিটিকে দান করে এবং লিখে দেন। প্রশাসনের পক্ষ থেকে বাকি জমিটুকু দান হিসেবে পায় মসজিদ কমিটি তারপর এলাকাবাসী এবং এলাকায় বসবাসকারী কিছু ধনী ব্যক্তিদের সহযোগিতায় ২০২০ সালে মসজিদ কমিটি এটি দুই তলা ভবন নির্মাণ করার কাজ শুরু করে। মসজিদ কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমান জানান ইতি মধ্যে মসজিদটির নিচ তলার কাজ আশি ভাগ শেষ হয়েছে। এটি ২০২২ সালের জানুয়ারিতে খুলে দেওয়া হবে সর্বসাধারণের নামাজ আদায়ের জন্য। এর পর দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হবে। এখন মসজিদটি অস্থায়ী ভাবে চৌড়হাস ফুতলায় একটা ফাঁকা জায়গায় পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু জানান তিনি এই মসজিদটি নির্মাণে একজন পরিকল্পনাকারী সদস্য তিনি। এই মসজিদটির উন্নয়ন কাজে প্রায় দুই লাখ টাকা নিজেই দান করেছেন। এ ছাড়াও চলতি বছর ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উপলক্ষে চৌড়হাস ফুতলায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ওই দিন মসজিদ কমিটিকে ৫০ হাজার টাকা দানের ঘোষণা দেন। এবং এলাকাবাসীর অনেকেই আমাদের জানান এটি তাদের কাছে শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান না। অনেকের স্বপ্ন। এটা একটা আধুনিক মডেল মসজিদ হবে এ লক্ষ্যে কাজ করছে মসজিদ কমিটি ও এলাকাবাসী। এখানে তারা নিয়মিত দান করে যাতে মসজিদটি দ্রুত উন্নয়ন কাজ শেষ হয় এবং মুসুল্লীরা নামাজ আদায় করতে পারেন।
Leave a Reply