কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর একটায় শহরের কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে তথ্য অফিসের সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন কুষ্টিয়ার সাবেক মুক্তিযুদ্ধ ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু। উক্ত অনুষ্ঠানে মাদ্রারাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমিনুল ইসলাম বলেন, আজকের এ আয়োজনের উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীরা যেন মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। অপারেশন সার্চলাইট থেকে যে গণহত্যা হয়েছে, যে সংঘর্ষ হয়েছে সবকিছুর বিনিময়ে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা, বোনের নির্যাতন সেটার বিনিময়ে ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা সেটা অক্ষত রাখার চেষ্টা করবো। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষার সকল ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, ঠিক তেমনই আমাদের বিসিএস ক্যডার হতে হলে সকলের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধর সম্পর্কে জানতে হবে। যদিও মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক ভালো তারপরও শিক্ষার্থীদের জন্য একটি মেসেজ যারা মাদকাসক্ত থাকবে তাদের কোন সরকারি চাকরি হবে না। সরকারি চাকরি পেয়েছে কিন্ত সে মাদকাসক্ত প্রমাণ হলে তার সরকারি চাকরি থাকবে না। আমরা যে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, সেজন্য ভালো করে পড়ালেখা করে মুক্তিযোদ্ধাদের বিষয়গুলো হৃদয় লালন করতে হবে। এ সময় প্রধান অতিথির প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহাসীন উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা আমাদের দেশের গর্ব। আমরা এখনো জীবিত মুক্তিযোদ্ধা দেখতে পাই। তাদের স্মৃতিচারণ মূলকবক্তব্য এখনো শুনতে পা”িছ। তারা দেশকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযোদ্ধা আমাদের জন্য আদর্শ। আমাদের নতুন প্রজন্ম যার যার অব¯’ান থেকে দেশকে ভালোবাসবো এবং দেশের জন্য যেটা মঙ্গল আমরা সেটাই করবো। উক্ত অনুষ্ঠান উপ¯ি’ত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহাসীন উদ্দিনসহ কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার শিক্ষকসহ সকল শিক্ষার্থীরা।
Leave a Reply