কাগজ প্রতিবেদক ॥ বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) বিকালে কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র-লালন উদ্যানে কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর পরিচালনায় মোছা. সুবর্ণা খাতুন সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক মুরাদ হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন। আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তারা পহেলা বৈশাখের ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের এ ধরনের সৃজনশীল ও সাংস্কৃতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা সভা শেষে ভবের হাট সংস্থার শিল্পীসহ জাতীয় পর্যায়ের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply