বিএনপি নেতা আরজুর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনের একাংশের নেতৃবৃন্দের উদ্যেগে সাবেক জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মরহুম এমএ শামীম আরজুর ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দিন মোল্লা, সভা পরিচালনা করেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সভার শুরুতে বক্তব্য রাখেন মরহুমের পুত্র ও শহর যুবদল নেতা ফুয়াদ শামীম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, সাবেক যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জাসাস সভাপতি ইমরান আহমেদ সঞ্জু, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আরেফিন বাবু, শহর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মোঃ মতিন, সভায় উপস্থিত ছিলেন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুজ্জামান শিপন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুক্তার হোসেন মুক্তার, যুবনেতা মকলেসুর রহমান কল্লোল, কামরুজ্জামান কামু, রিকো, শাওন, আওয়াল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃদ্দ। প্রধান অতিথির বক্তব্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আরজু পতিত সৈরস্বাসক শেখ হাসিনার আমলে বন্দি অবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেন। সে সময়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যারা দায়িত্বে ছিলেন তারাই মৃত্যুর জন্য দায়ী। জেলবন্দি আরজুর মৃত্যুর জন্য দায়িদের আইনের আওতায় আনতে হবে।
Leave a Reply