কাগজ প্রতিবেদক ্। গাজায় ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দৌলতপুর থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশের সভাপতির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আমিনুল ইসলাম। উপজেলা সেক্রেটারী মাওঃ আসলাম উদ্দীন আশরাফির পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা দৌলতপুর ইমাম পরিষদের সভাপতি শামসুল হক, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নদভী, বাংলাদেশ খেলাফত মজলিস দৌলতপুর থানা সভাপতি মাওলানা ফারুক হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দৌলতপুর থানা শাখার আমির মাওলানা মুফতি আশরাফ আলী। দোয়া পরিচালনা করেন ইদারাতুল তাওহীদ আল ইসলামিয়া মাদ্রাসার মুতামিম মুফতি আমিনুল ইসলাম। বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে দৌলতপুরবাসীর পক্ষ থেকে ৪ টি কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে অবিলম্বে সকল ইজরায়েলী ইহুদীবাদি প্রতিনিধিত্বকারী সকল পন্য রাষ্ট্রীয় ভাবে আমদানি বন্ধ করতে হবে। কুষ্টিয়া সহ সারা দেশের শহর মহল্ল গ্রামের প্রতিটি দোকানে ইজরায়েলি পন্য পরিপূর্ণভাবে বিক্রয় বন্ধ করতে হবে। প্রতিটি দোকানে ক্যাম্পেইন পরিচালনা করে ইজরায়েলের পন্য বিক্রয় বন্ধ করার ব্যাব¯’া গ্রহণ করা হবে। দল-মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দল সংগঠন উন্মুক্তভাবে ফিলিস্তিনিদের জন্য অর্থ সংগ্রহ করবে।
এসময় বক্তারা বলেন, প্রতিদিন ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হ”েছ । তাদেরকে নির্বিচারে হত্যা করে যা”েছ। বক্তারা বলেন, গাজায় নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে প্রমান করেছে দখলদার ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে।
Leave a Reply