এনএনবি : নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। নগরীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে শনিবার যাত্রীদের ভিড় দেখা গেছে। সদরঘাটে শনিবার সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে। পুরো সদরঘাট এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।
এবারের ঈদে দীর্ঘ নয় দিনের ছুটি ছিল, যা শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রোববার প্রথম কর্মদিবস। এজন্য রাজধানীতে ফেরা মানুষের চাপ বেড়েছে। আজও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লঞ্চ কর্মীরা বলছেন, গত দুদিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষের জট দেখা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছে কিছু কিছু মানুষ। সবকিছু মিলিয়ে রাজধানী এখনো অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।
সদরঘাট ঘুরে জানা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখেই দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা রুটে সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা গেছে।
এদিকে কমলাপুর স্টেশনে সরেজমিন দেখা যায়, সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে শহরমুখো মানুষের ঢল নামে রেলস্টেশনে। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে একের পর এক ট্রেন ভিড়ছে যাত্রী নিয়ে। এ সময় কয়েকটি ট্রেন ঢাকাও ছাড়ে। প্রায় সব ট্রেনেই ছিল যাত্রীর ভিড়। যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়ে। সময় যত গড়াচ্ছে, বাড়ছে জনস্রোত। তবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরতে পারছেন যাত্রীরা। বছরের অন্যান্য সময়ের তুলনায় কিছুটা যাত্রীর সংখ্যা বেশি। তবে ঈদ হিসেবে স্বাভাবিক। এর মধ্যে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোতে ছিল বেশি ভিড়। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক ছিল মসৃণ। দীর্ঘদিন পর মানুষ স্বস্তিতে ফিরেছে কর্মস্থলে, ভোগান্তির ছায়া ছুঁতে পারেনি অনেককেই।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় মানুষের ফিরে আসার চাপ বোঝা গেছে কম। রেলপথে এবার স্বস্তির ঈদযাত্রা ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, ছুটি বেশি হওয়ায় তুলনামূলকভাবে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। এমনকি এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষ। তাছাড়া, ঈদের আমেজ এখনো পুরোপুরি না কাটায় ঢাকার বাইরেও ঘুরতে যাচ্ছেন অনেকে। যে কারণে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।
জামালপুর এক্সপ্রেসে ঢাকায় আসা খালেদা ইয়াসমিন বলেন, রোববার থেকে আমাদের অফিস। তাই মন চাইলেও থাকা যাবে না। বাবা-মার কাছে গেলে কি আর আসতে মন চায়। কি করবো তারপরও যাই আবার তাদের রেখে চলে আসি। যে কয়দিন তাদের সাথে থাকি সে কয়দিনই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ আমি।
এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, এবারের মতো স্বস্তির ঈদযাত্রার অভিজ্ঞতা আমার ছিল না। আমি চাই প্রতিবার ঈদ যাতায়াত যেন এ রকম হয়। বাড়তি ভাড়াও গুনতে হয়নি এবার।
কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী কামাল হোসেন বলেন, গ্রামের বাড়িতে ঈদ করে ঢাকায় ফিরলাম। টিকিট কাটতে কোনো অসুবিধা হয়নি। এবারের মতো এমন স্বস্তির ঈদ যাত্রা এর আগে কখনো পাইনি। ট্রেনে যাত্রীদের চাপ থাকলেও নির্ধারিত সময়ে ছেড়েছে। এ কয়েকদিন বাবা-মা ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। সবাইকে ছেড়ে আবারও ঢাকায় ফিরতে হয়েছে, একটু খারাপ লাগছে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাধারণত ঈদে কমলাপুর রেলস্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। ঈদযাত্রায় আন্তনগর, মেইল, কমিউটার মিলে প্রতিদিন ৭০ হাজারের বেশি যাত্রী পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় সব ট্রেন সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। ঈদ যাত্রায় প্রতিদিন ৭১টি ট্রেন চলাচল করছে। এ কয়েকদিন কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ বছর ঈদযাত্রায় স্টেশনের শুরু থেকে ট্রেনের গন্তব্য পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকেট যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করা হচ্ছে। পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ঢাকামুখী ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে টিকেট ইস্যু বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীও ছিলো।
এ বিষয়ে কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, কমলাপুর স্টেশনে যত ট্রেন এসেছে, সবগুলোতেই বিপুলসংখ্যক যাত্রী ছিল। তারা স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করেছেন। আসার পথে কোনো সমস্যা হয়নি। এবারের মতো স্বস্তির ঈদ যাত্রা ও ফেরা এরআগে কখনো হয়নি।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) আনোয়ার হোসেন বলেন, আজ ঈদের ফিরতি যাত্রার চতুর্থ ও শেষ দিন। ফলে আজকে যাত্রীরের চাপ ছিল বেশি। রোববার থেকে সরকারি-বেসরকারি প্রায় সব অফিস খুলে যাবে। এজন্য ছুটি শেষে যারা অফিসে যোগ দেবেন তারা যেভাবেই হোক আজকে ঢাকায় ফিরবেন। এদিকে এখনও মানুষ ঢাকা ছাড়ছে। যারা ঈদে গ্রামে যেতে পারেননি বা যারা ঈদে ডিউটি করেছেন তাদের অনেকেই এখন ছুটি নিয়ে গ্রামে যাচ্ছে। ট্রেনে এবারের ঈদযাত্রা খুবই স্বস্তিদায়ক হয়েছে।
তিনি বলেন, সকাল থেকেই নির্ধারিত সময়ে ফিরছে ট্রেন। বেলা ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরেছে ২০টার মতো ট্রেন। তবে সব ট্রেনেই যাত্রীদের চাপ ছিল। এদিন সকাল থেকে ধূমকেতু এক্সপ্রেস, কিশোরগঞ্জ, জামালপুর এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, কর্ণফুলী কমিউটার ট্রেন কমলাপুর স্টেশনে এসেছে। প্রতিটি ট্রেনেই যাত্রীদের ভিড় দেখা গেছে।
এছাড়া ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রাজশাহীগামী ধুমকেতূ এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, অগ্নিবীণাসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে। বুড়িমারী এক্সপ্রেস, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস এই তিনটি ট্রেন শুধু লেট করেছে। এছাড়া বাকি সবগুলো ট্রেন নির্ধারিত হয়ে ছেড়েছে। সব ট্রেনেই মোটামুটি যাত্রী ছিল।
অপরদিকে সড়ক পথে স্বস্তিতে রাজধানীতে ফিরছে মানুষ। শনিবার রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, ছুটির দিনগুলোর তুলনায় সড়কে বেড়েছে যান চলাচল। বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। কিছুক্ষণ পর পর রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আসছে ফিরতি ঈদ যাত্রার দূরপাল্লার পরিবহন। তবে ফিরতি এ যাত্রায় দূরপাল্লার পরিবহনে চোখে পড়ার মতো যাত্রীর চাপ দেখা যায়নি। এছাড়া দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ফিরতি বাস আসলে সিএনজিচালিত অটোরিকশা চালকদের যাত্রী খুঁজতে দেখা যায়।
এদিকে ঈদকে কেন্দ্র করে যাত্রা পথে ও ফিরতি যাত্রাপথে সড়কে দীর্ঘ যানজটসহ কোনো ধরনের ভোগান্তির শিকার না হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন নগরে ফেরা মানুষ।
রাজধানীতে ফিরে কবির নামে এক যাত্রী বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদে বাড়ি যাওয়া এবং ঢাকা ফিরে আসা ছিল অনেকটা স্বস্তির।
তিনি আরও বলেন, এবার যাওয়ার সময় টিকিট পেতেও সমস্যা হয়নি আবার আসার সময়ও না। আবার যাওয়া আসা কোনোবারই পথতে যানজট বা কোন ধরনের সমস্যায় পড়তে হয়নি।
সপরিবারে রাজধানীতে ফিরেছেন খাদেমুল ইসলাম। তিনি বলেন, সড়কে কোনো ধরনের সমস্যা বা কোন ভোগান্তিতে পড়তে হয়নি। খুব সহজে ঢাকায় ফিরতে পেরেছি। কোনো ভোগান্তি ছিল না।
বগুড়া থেকে ঢাকায় ফিরলেন জামিল। তিনি বলেন, মোটামুটি যাওয়া এবং আসার সময় কোথাও কোনো সমস্যা হয়নি। কোনো ভোগান্তিতেও পড়তে হয়নি। অনলাইন থেকে টিকিট কেটে ছিলাম যার কারণে বাড়তি ভাড়াও দেওয়া লাগেনি। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রা ভালো ছিল।
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈদ শেষে পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন মো. জসিম। তিনি বলেন, বর্তমানে চুরি-ডাকাতির যে পরিস্থিতি তাতে আসার সময় কিছুটা ভয় ভয় করছিল। তবে আল্লাহর রহমতে সড়কে কোনো সমস্যা হয়নি। গাড়িতেও অতিরিক্ত যাত্রীর চাপ ছিল না। সড়কে কোনো যানজটেও পড়তে হয়নি। সবমিলিয়ে ভালোই হয়েছে এবারের ঈদ যাত্রা।
শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মো. কামাল হোসেন বলেন, এবার যাত্রীর চাপ অনেকটা কম। আগে যে সময়ে তিনটা গাড়ি ছাড়তো এবার সেই সময়ে একটা গাড়ি ছাড়াছে। সড়কে কোনো সমস্যা ছিল না।
তিনি বলেন, এবার লম্বা ছুটি থাকায় সবাই পর্যায়ক্রমে ঢাকায় চলে আসছে। যার কারণে একবারে চাপ পড়েনি।
নাবিল পরিবহনের চালকের সহকারী মো.আলী বলেন, যাত্রী নেই তেমন একটা। আগে আমরা যাত্রী নামিয়ে দিয়ে আবার খালি গাড়ি নিয়ে যাত্রী আনতে যেতাম, এবার গাড়ি যাত্রী নিয়ে একট্রিপ আসলেই গাড়ি বসিয়ে দিচ্ছে।
হানিফ পরিবহনের চালকের সহকারী বলেন, আগে আমরা গাড়িতে জায়গা দিতে পারিনি যাত্রীদের। মানুষ ইঞ্জিন কভারে বসে আসছে। গাড়ির মাঝে টুল পেতে বসে আসছে। যাত্রীর চাপে অতিরিক্ত গাড়ি দিতে হয়েছে। কিন্তু এবার সেসব কিছুই নেই।
Leave a Reply