ক্রীড়া প্রতিবেদক ॥মাউন্ট মুঙ্গানুইতে কার্টেল ওভারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। এতে করে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান।
ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৪-১ ব্যবধানে হেরেছিল সফরকারিরা।
ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হওয়া তৃতীয় ওয়ানডেটি পরিণত হয়েছিল ৪২ ওভারের ম্যাচে। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনার রাইস মারিউ আর অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
মারিউ ৬১ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৮ আর ব্রেসওয়েল ৪০ বলে ১ চার আর ৬ ছক্কায় করেন ৫৯ রান। এছাড়া হেনরি নিকোলস ৩১, ড্যারিল মিচেল ৪৩ আর টিম সেইফার্ট করেন ২৬ রান।
পাকিস্তানের আকিফ জাভেদ ৬২ রানে শিকার করেন ৪টি উইকেট। ৫৪ রানে ২ উইকেট পান নাসিম শাহ।
জবাবে ৪০ ওভারে ২২১ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অথচ বাবর আজমের ফিফটিতে একটা সময় ২ উইকেটে ১০৮ রান ছিল পাকিস্তানের। বাবর ৫৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ করে আউট হন। এরপর মোহাম্মদ রিজওয়ান মারকুটে হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৩২ বলে ৩৭ রানে থামে তার ইনিংস।
৪ উইকেটে ১৬৯ থেকে ২২১ রানে অলআউট। ৫২ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। তৈয়ব তাহির শেষদিকে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। ৩১ বলে ৩৩ করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ওপেনিংয়ে নেমে ১ রানে রিটায়ার্ড হার্ট হওয়া ইমাম উল হক আর নামতে পারেননি।
নিউজিল্যান্ডের বেন সিয়ার্স ৩৪ রানে শিকার করেন ৫টি উইকেট।
Leave a Reply