1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 5:15 am
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

ঈদযাত্রা যমুনা সেতুতে দুই লাখ যান পারাপার টোল আদায় ১৯ কোটি

  • প্রকাশিত সময় Saturday, April 5, 2025
  • 56 বার পড়া হয়েছে

এনএনবি : ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। ২৪ মার্চ থেকে ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা।
এদিকে ২৮ মার্চ একদিনে সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যান পারাপার হয়। যা চলতি বছরের সর্বোচ্চ সেতু দিয়ে যানবাহন পারাপার।
এদিকে সেতু দিয়ে গত সাতদিনে বাসের চেয়ে হালকা যানবাহন বেশি পারাপার হয়েছে। সব চেয়ে কম পারাপার হয়েছে মোটরসাইকেল। যমুনা সেতু দিয়ে মোটরসাইকেল ৩৫ হাজার ৮৭৭টি, হালকা যানবাহন ৮১ হাজার ৪৭৭, বাস ৬৩ হাজার ৭৬১ এবং ট্রাক ৪৯ হাজার ৮৮১টি পারাপার হয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ মার্চ যমুনা সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ১ হাজার ১৬৩টি, হালকা যানবাহন ৬ হাজার ৫৪৭, বাস ৪ হাজার ৬৩৫ এবং ট্রাক ১১ হাজার ৭৫২টি।
২৫ মার্চ ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ২ হাজার ৩৭৪টি, হালকা যানবাহন ৮ হাজার ৬৩৯, বাস ৬ হাজার ৫০৯ এবং ট্রাক ১১ হাজার ৭১১টি সেতু পারাপার হয়েছে।
পরেরদিন ২৬ মার্চ সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়। এরমধ্যে মোটরসাইকেল ৩ হাজার ৮৬৭টি, হালকা যানবাহন ১০ হাজার ৫১৬, বাস ৮ হাজার ৩৩ এবং ১১ হাজার ৩৫০টি ট্রাক সেতু পারাপার হয়েছে।
২৭ মার্চ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৬ হাজার ১৯৫টি, হালকা যানবাহন ১১ হাজার ২০৪, বাস ৮ হাজার ১৬ এবং ট্রাক ৯ হাজার ৮১২টি সেতু পারাপার হয়েছে।
২৮ মার্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৯ হাজার ১৬৩টি, হালকা যানবাহন ১৭ হাজার ২৭১, বাস ১২ হাজার ৬৭৫ এবং ট্রাক ৯ হাজার ২২৬টি সেতু পারাপার হয়েছে।
২৯ মার্চ যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৮ হাজার ১৩৭টি, হালকা যানবাহন ১৬ হাজার ৯৪, বাস ১৩ হাজার ৫০৬ এবং ট্রাক ৭ হাজার ৭৪১টি সেতু পারাপার হয়েছে।
৩০ মার্চ ঈদের আগের দিন যমুনা সেতু দিয়ে ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৪ হাজার ৯৭৮টি, হালকা যানবাহন ১১ হাজার ২০৬, বাস ১০ হাজার ৩৮৭ এবং ট্রাক ৪ হাজার ৮৯৪টি সেতু পারাপার হয়েছে।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে বলেন, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করে। এরমধ্যে দুই পাশেই দুটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মহাসড়কে যানজট নিরসনে পুলিশের প্রায় সাড়ে ৭শ সদস্য কাজ করেন। মহাসড়কে ৪ সেক্টর ভাগ করে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্য কাজ করেছেন।
১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এ মহাসড়ক। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪টি জেলার যানবাহন চলাচল করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640