কাগজ প্রতিবেদক ॥ আজ কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র দ্বি-Ÿার্ষিক নির্বাচন। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের অপেক্ষায় ব্যবসায়ী ভোটাররা। শেষ মুহুর্তে প্রার্থীদের নির্ঘুম প্রচার প্রচারনা। কুষ্টিয়ার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন ‘কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’। দুই মেয়াদ পর নির্বাচনে প্রার্থী হতে পেরে ব্যবসায়ী নেতৃবৃন্দ যেমন খুশি তেমনি খুশি সাধারন ভোটাররা ভোট দিতে পারবে বলে। কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে ভোট গ্রহনের প্রথম সময় ছিল গত ১০এপ্রিল কিন্তু করোনার কারনে দেশ ব্যাপী কঠোর লক ডাউন আরোপ করায় নির্বাচন কমিশন ভোট স্থগিত রাখতে বাধ্য হয়। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসায় নির্বাচন কমিশন আজ ভোট গ্রহনের তারিখ ধার্য করে। নির্বাচনের নতুন তারিখ ঘোষনার পর থেকে আবার শুরু হয় প্রার্থীদের প্রচার প্রচারনা। জেলার সর্বোত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে ছুটে যান প্রার্থীরা। গতকাল শুক্রবার শেষ দিনেও প্রার্থীরা নির্ঘুম প্রচারনা চালিয়েছে। ভোটারদের বাড়ি বাড়িতে হানা দিয়ে নিজেদের ভোট প্রার্থনা করেছেন। জানা যায়- কুষ্টিয়া চেম্বারের নির্বাচন তিনটি গ্রুপে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবার ‘ট্রেড গ্রুপ‘র নির্বাচনের প্রয়োজন নেই। ইতিমধ্যে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন। ট্রেড গ্রুপের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন হাজী মোঃ রবিউল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন মোকাররম ও মোঃ আবু জাফর মোল্লা। ‘এ’ গ্রুপের ১২টি পরিচালক পদের জন্য ২২ জন প্রার্থী রয়েছেন। ‘এ’ গ্রুপে ভোটার ১৮২৩জন। দুটি প্যানেলে বিভক্ত হয়ে এই গ্রুপের প্রার্থীরা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ‘সর্বস্তরের ব্যবসায়ী পরিষদ সমর্থিত’ প্যানেলের প্রার্থীরা হলেন মোঃ আব্দুল লতিফ, মোখলেসুর রহমান বাবলু, আলহাজ্ব আব্দুল মালেক, মোঃ আসাদুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ ঠান্টু, বিশ্বজিত সাহা সন্টু, খন্দকার শওকত আলী টন, মোঃ হামিদুর রহমান, মোঃ হাবিবুল আলম ও মোঃ জাকিরুল ইসলাম। ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত’ সাধারন সদস্য প্যানেলের প্রার্থীরা হলেন এস এম আলমগীর আলম, হাজী মোঃ আখতারুজ্জামান, খন্দকার জিয়াদুল হক, মোঃ জাহিদুর রহমান রানা সোহাগ, আলহাজ্ব মোঃ ওমর ফারুক, প্রকৌঃ সাইফুল আলম মারুফ, খন্দকার ইকবাল মাহমুদ, মোঃ শহীদ মুসা মন্জু, মোঃ মেজবার রহমান, মোঃ আব্দুল কাদের জুয়েল, মোঃ ফজলে করিম এবং উত্তম সাহা। এদিকে ‘বি’ গ্রুপে ভোটার ৬৩৫ জন। ৬টি পদে পরিচালক নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন ১০জন। সর্বস্তরের ব্যবসায়ী সমর্থিত আস্থার প্যানেল ‘বি’ গ্রুপে দুটি প্যানেল নির্বাচনে প্রার্থীরা হলেন এস,এম কাদেরী শাকিল, মুক্তারুজ্জামান মুরাদ, কামাল আহমেদ করিম, আবু জুবায়েদ রিপন, শাকিল আহমেদ জালাল, মোঃ রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, রুহুল আমীন, মাহবুবুর রহমান টিপু ও হারুন অর রশিদ। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন শেষে ভোট গণনা এবং ফলাফল ঘোষনা করা হবে বলে জানা গেছে। এদিকে চেম্বারের ভোট গ্রহনকে কেন্দ্র করে বড় বাজার এলাকায় অবস্থিত চেম্বার ভবন ভিন্ন পরিবেশে রুপ নিয়েছে। প্রার্থীরা চেম্বার ভবনের সামনে এবং আশে পাশে ক্যাম্প করেছে। নির্বাচনকে শান্তিপুর্ন, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন এ্যাড, মীর সানোয়ার হোসেন সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চেম্বার ভবনের আলহাজ্ব মজিবর রহমান মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে পুলিশের পক্ষ থেকে ভোট কেন্দ্র এবং এর আশে পাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। চেম্বারের সদস্য ব্যবসায়ীরা যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে তাদের রায় প্রদান করবেন বলে সকলে আশা করছেন।
Leave a Reply