1. nannunews7@gmail.com : admin :
April 3, 2025, 10:40 pm

ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’

  • প্রকাশিত সময় Sunday, March 30, 2025
  • 12 বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক ॥ঈদ মানেই আনন্দ, হাসি-খুশি আর প্রিয়জনদের সঙ্গে কেনাকাটার ব্যস্ততা। এই উৎসবের বিশেষ মুহূর্তগুলো এবার ধরা পড়ছে নাটকের গল্পে। আসছে ‘ঈদ শপিং’, যেখানে নতুন জুটি হিসেবে অভিনয় করেছেন শওকত শোভন ও খান রশ্মি। তারিক মাহমুদ হাসান পরিচালিত এই নাটকটি ঈদের কেনাকাটার মজার অভিজ্ঞতা ও আবেগঘন মুহূর্তগুলোর প্রতিচ্ছবি হয়ে উঠবে। নাটকটি প্রচারিত হবে AZ Creation-এর ইউটিউব চ্যানেলে।

নাটকটি পুরোপুরি ঈদকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ঈদ এলে পরিবারের প্রতিটি সদস্যের মাঝে কেনাকাটার পরিকল্পনা, শপিং মলে ছোটাছুটি, পছন্দ-অপছন্দ নিয়ে তর্ক-বিতর্ক, ভালো লাগা-মন্দ লাগার যে মিশ্র অনুভূতি তৈরি হয়, তাই তুলে ধরা হয়েছে নাটকের গল্পে। ঈদ শপিংয়ের সঙ্গে জড়িয়ে থাকা মজার সব মুহূর্ত, স্বপ্ন ও আবেগ নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

পরিচালক তারিক মাহমুদ হাসান বলেন, আমাদের গল্পের মাধ্যমে দর্শকদের ঈদ শপিংয়ের নানা অভিজ্ঞতা, মজার মুহূর্ত ও আবেগের দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।

প্রথমবার ঈদের নাটকে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত শওকত শোভন। তিনি বলেন, অনেকদিন ধরেই এমন একটি কাজ ঈদের জন্য করার ইচ্ছে ছিল। যখন গল্পটি হাতে পাই, তখনই মনে হলো এটি আমার মনের মতো। কাজটি করার পর এখন শুধু অপেক্ষা করছি নাটকপ্রেমীদের প্রতিক্রিয়ার জন্য। আমি চাই সবাই পরিবার নিয়ে নাটকটি দেখবেন, কারণ এই গল্পে সবাই নিজেদের ঈদ শপিংয়ের অভিজ্ঞতা খুঁজে পাবেন।

অন্যদিকে, খান রশ্মি বলেন, ‘ঈদ শপিং’ নাটকে কাজ করাটা আমার জন্য নতুন এক অ্যাডভেঞ্চার ছিল। আমি প্রতিটি মুহূর্ত থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। শওকত শোভন খুব ভালো একজন অভিনেতা ও সহশিল্পী। আমরা অনেক আগে থেকেই ভালো বন্ধু, কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। অবশেষে, ‘ঈদ শপিং’-এর মাধ্যমে আমাদের প্রথম কাজটি করতে পারলাম।

তিনি আরো বলেন, ঈদ এলে প্রতিটি পরিবারের মধ্যে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, খুনসুটি আর ছোটাছুটি দেখা যায়, সেটার প্রতিফলনই পাবেন এই নাটকে। আমরা ভালো টিমওয়ার্কের মাধ্যমে দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640