কাগজ প্রতিবেদক ॥ ঈদের ছুটিতে বাড়ী ফেরার পথে কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মা ও শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার ত্রী-মোহনী এলাকার বাইপাস মোড়ে ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। মটরসাইকেল চালক আহত বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈদের ছুটিতে বগুড়া থেকে কুষ্টিয়ায় নিজ বাড়ী ফিরছিল তারা। নিহত মায়ের নাম ইতি খাতুন (২৬)। ছেলে আহনাফের বয়স আড়াই বছর। ইতি খাতুন কুষ্টিয়া শহরের গোসালা সড়কে আবদুল কাদেরের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, কাদের বগুড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের ছুটিতে শুক্রবার ভোরে নিজের মোটরবাইকে স্ত্রী শিশু সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশ মুখ ত্রী-মোহনী মোড়ে আসলে একটি ট্রাক পাশ থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তিনজনই সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা ছেলে মারা যায়। তাদের মাথা চাকায় পিস্ট হয়ে যায়। বেচেঁ যান স্বামী কাদের। তবে তাঁরও মাথায় আঘাত লেগে রক্ত ঝরছে। স্থানীয়রা এসে তাকে দ্রুত হাসপাতালে নেয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply