কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় যথাযত মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ ভোর ৬টা ০২মিনিটে সুর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধো দিয়ে কুষ্টিয়া কালেক্টর চত্তরের মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনর্ম শ্রদ্ধা প্রদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এরপর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি বিনর্ম শ্রদ্ধা প্রদর্শন করেন। পরে শহীদদের আত্মার মাহফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Leave a Reply